শৈশবে মাত্র দু টাকার জন্যে বিয়ের অনুষ্ঠানে নাচতেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2017 01:40 PM (IST)
মুম্বই: নাচ কোনওদিনই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নেশা ছিল না। কিন্তু একসময় তিনি মাত্র দু টাকা আয়ের জন্যে বিয়ের অনুষ্ঠানে নাচতেন। নওয়াজ নিজেই বলেছেন, ছোটবেলায় তিনি তাঁর বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেন। আর তাঁদের নাচ দেখে 'বারাতি' বা বরযাত্রীদের পরিবারের সদস্যরা টাকা ছুঁড়ে দিতেন। এভাবেই রোজগারের জন্যে নওয়াজ তাঁর পাড়ার সমস্ত বিয়েতেই নাচতেন। দিনের শেষে হয়তো দু থেকে তিন টাকা পেতেন, আর সেটাই ছিল তাঁদের কাছে অনেক। এবার তাঁর আসন্ন ছবি 'মুন্না মাইকেল'-এ, নওয়াজকে তাঁর এই সুপ্ত প্রতিভাই দর্শককে দেখাতে হবে। আর যেটা তাঁর পক্ষে করা সমস্যার সেই কাজটা সফলভাবে করতে পারলেই বেশি খুশি হন অভিনেতা।