কলকাতা: একদিকে যেমন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)-ও। দুজনেই এখন ব্যস্ত একরত্তি দুয়াকে নিয়ে। যদিও তার মধ্য়েই দর্শকদের সামনে ধরা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে এখনই তিনি যোগ দিচ্ছেন না ছবির শ্যুটিংয়ে। এর মধ্যে তিনি মার্জার সরণীতে হাঁটলেও, শ্যুটিং শুরু করতে এখনও দেরি আছে বলেই জানা যাচ্ছে। নিজের হাতে ছোট্ট দুয়ার সমস্ত কাজ করছেন তিনি। আর রণবীর? তাঁর হাতে রয়েছে 'ডন ৩'-এর মতো গুরুত্বপূর্ণ কাজ। কবে থেকে শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি? এবার প্রকাশ্যে এল সেই খবর।
শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে ধীরে ধীরে শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু করবেন রণবীর। যদিও এই মুহূর্তে তিনি শ্যুটিং ফ্লোরে ফিরছেন না। তিনটি ভাগে এই ছবির জন্য প্রস্তুতি নেবেন রণবীর। ইতিমধ্যেই 'ডন ৩'-এর পরিচালক অর্থাৎ ফারহান আখতার একটি অন্য ছবির কাজে অভিনেতা হিসেবে সই করে ফেলেছেন। কাজেই পিছিয়ে গিয়েছে 'ডন ৩'-এর কাজ। এর ফলে, ঘোষণার পরেও এই ছবির শ্যুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না। রণবীর পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরলে তারপরে এই ছবির কাজ শুরু হবে। আপাতত ফারহান ব্যস্ত রয়েছেন অন্য ছবির কাজে। রণবীরও ব্যস্ত ছোট্ট দুয়াকে নিয়ে সময় কাটাতে। কিছু সময় পরেই শুরু হবে 'ডন ৩'-এর কাজ। এর ফলে ছবি মুক্তি পেতেও দেরি রয়েছে।
অন্যদিকে দিপীকা পাড়ুকোনের জন্য আটকে রয়েছে 'কল্কি' ছবিটির সিক্যুয়ালও। ছবির পরিচালক জানিয়েছেন, ছবির কেন্দ্রীয় চরিত্র দীপিকাই। তাঁকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে। এর ফলে তাঁকে ছাড়া শ্যুটিং অসম্ভব। দীপিকাকে ছাড়া য়ে যে দৃশ্যগুলির শ্যুটিং করা সম্ভব, সেই দৃশ্যগুলির শ্যুটিং করা হচ্ছে। তবে দীপিকা কাজে যোগ দিলেই শুরু হবে মূল অংশের শ্যুটিং। 'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, 'কল্কি'-র সিক্যুয়ালের গল্প দিপীকাকে ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক।
আরও পড়ুন: Saif Ali Khan: হামলার পরে বদলে গিয়েছে জীবন! দুই ছেলেকে নিয়ে কড়া পদক্ষেপ সেফ-করিনার