ঠায় তিন ঘন্টা দাঁড়িয়ে হৃত্বিকের ‘কহো না প্যায়ার হ্যায়’ দেখেছিলেন সলমন
ABP Ananda, web desk | 30 Jan 2017 05:25 PM (IST)
মুম্বই: ‘কাবিল’-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত বলিউড তারকা হৃত্বিক রোশন। এই ব্যস্ততার মাঝেই তিনি টেলিভিশন রিয়েলটি শো বিগ বসের সেটে হাজির হয়েছিলেন তিনি। আর এই অনুষ্ঠান ছিল বিগ বসের দশম পর্বের ফাইনাল। বিগ বস-এর হোস্ট সলমন খান। শেষবার বিগ বসের সেটে হৃত্বিক এসেছিলেন ‘ব্যাং ব্যাং’ মুক্তির সময়। এবার ‘কাবিল’-এর প্রচারের জন্য হৃত্বিককে বিগ বসের সেটে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ সলমনই। লোনাভালায় বিগ বসের সেটে গিয়ে স্মৃতিচারণ করলেন হৃত্বিক। জানালেন, সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর। হৃত্বিক বললেন, বলিউডের ‘সুলতান’-এর সঙ্গে তাঁর সম্পর্ক দারুন। সলমন তাঁর সিনিয়র, মেন্টর। কিন্তু ‘ভাইজান’ তাঁর সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করেন। হৃত্বিক জানালেন, সলমন খুবই নম্র ও বিনীত স্বভাবের। সবসময়ই হাসিঠাট্টায় মেতে থাকতে ভালোবাসেন। বিগ বসের সেটে তাঁকে আমন্ত্রণের জন্য সলমন খানকে ধন্যবাদ জানাতেও ভোলেননি হৃত্বিক। ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল হৃত্বিকের। সেই সিনেমা সম্পর্কে ডাউন দ্য মেমোরি লেনে হেঁটে হৃত্বিক জানালেন, টানা তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে ওই সিনেমা দেখেছিলেন সলমন। কারণ, সিনেমার প্রিভিউ শো-তে কোনও আসন খালি ছিল না। অগত্যা দাঁড়িয়েই সিনেমা দেখেছিলেন সলমন। আর তখন হৃত্বিকের কাঁধে হাত রেখেই দাঁড়িয়েছিলেন সলমন। ‘কাবিল’-ও দাঁড়িয়ে থেকেই দেখবেন বলে সলমন কথা দিয়েছেন বলেও জানিয়েছেন হৃত্বিক। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘কাবিল’।