যখন শাহরুখ প্রিয়ঙ্কাকে প্রশ্ন করেন, তিনি তাঁর মত তারকাকে বিয়ে করবেন কিনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2017 02:19 PM (IST)
মুম্বই: সে ১৭ বছর আগেকার কথা। ভারতসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আনকোরা প্রিয়ঙ্কা চোপড়া। সামনে প্রশ্নকর্তাদের প্যানেলে তাঁর সবথেকে হ্যান্ডসাম অবতারে শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে প্রিয়ঙ্কা তুলে নেন শাহরুখের নাম লেখা চিরকুট। শাহরুখ প্রশ্ন করেন, কাকে তুমি বিয়ে করতে চাও? (প্রশ্নকর্তাদের প্যানেলে থাকা মহম্মদ আজহারউদ্দিনকে দেখিয়ে ) আজহার ভাইয়ের মত কোনও দুর্দান্ত খেলোয়াড়কে, যিনি দেশকে গর্বিত করেছেন, নাকি কোনও ব্যবসায়ীকে, যাঁর নাম উচ্চারণ করাই কঠিন, যেমন স্বরোভস্কি (ইনিও প্রশ্নকর্তাদের সারিতে), যিনি তোমাকে মণিমুক্তোয় মুড়ে রাখবেন নাকি আমার মত কোনও হিন্দি ছবির তারকাকে, যার তোমাকে কঠিন মাল্টিপল চয়েস প্রশ্ন করা ছাড়া আর কোনও কাজ নেই? বুদ্ধিতে বরাবরই ঝলমলে প্রিয়ঙ্কা জানিয়ে দেন, তাঁর পছন্দ ভারতীয় খেলোয়াড়। যখন তিনি বাড়ি ফিরে আসবেন, তখন তিনি তাঁকে বলবেন, তিনি তাঁর জন্য গর্বিত, যতটা গর্বিত গোটা দেশ। তাঁকে তিনি বলবেন, তুমি তোমার সেরাটা দিয়েছ, আর তুমিই সেরা। দেশকে সম্মান এনে দেওয়া স্বামীর জন্য গর্বে ভরপুর থাকবেন তিনি। দেখুন সেই ভিডিও