...যখন এক বছরে ১৩টি ছবি করেছিলেন শ্রীদেবী!
এখানে বলে রাখা প্রয়োজন, বলিউডে ‘চাঁদনি’ নামে পরিচিত শ্রীদেবী আট ও নয়ের দশকে হিন্দি সিনেমার কেরিয়ারে শিখরে পৌঁছেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই বছরই মুক্তি পাওয়া ছবি ‘জানবাজ’ বক্স অফিসে দারুন সাফল্য পায়। এই ছবির গান ‘হর কিসিকো নহি মিলতা ইয়াহাঁ পেয়ার জিন্দেগি মে’ মানুষের মুখে মুখে ফিরত।
সেই বছরই মুক্তিপ্রাপ্ত ছবি ‘নাগিনা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের ভীষণই পছন্দ হয়েছিল।
১৯৮৬ সালে হিন্দি সিনেমায় শ্রীদেবী এক বছরে ১০টির বেশি ছবিতে অভিনয় করেন। সেই বছর ১০টি ছবি মুক্তি পায়।
ওই ছবিগুলি ছিল-- ‘আদি বিশনুলু’, ‘ত্রিশূলম লক্ষ্মী’, ‘অন্ডাগাড়ু হেমা’, ‘অনুরাগ দেবতা’, ‘রূপা দেবী’, ‘বঙ্গারু ভূমি পদ্মা’, ‘বোবলি পুলি বিজয়া’, ‘জাস্টিস চৌধুরি’, ‘বঙ্গারু কনুকা রূপা’, ‘বেয়ারী ভামলু বৈগালামারী’ এবং ‘প্রেমা নক্ষত্রম’।
১৯৮২ সালে একের পর এক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীকালে, বলিউডে সেই ছবির কয়েকটি রিমেকও হয়েছিল।
একবার একটি বছরে ১৩টি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।
পঞ্চভূতে বিলীন হয়েছেন শ্রীদেবী। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর দুরন্ত ভঙ্গিমা ও তুখোড় অভিনয় দক্ষতার জন্য বলিউড কখনই প্রথম মহিলা সুপারস্টারকে ভুলতে পারবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -