ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2017 10:53 AM (IST)
মুম্বই: ৫০ দিন পার হল বাহুবলী টু। এখনও ১০৫০টি সিনেমা হলে রমরম করে চলছে ছবিটি। ব্যবসা করে ফেলেছে হাজার কোটি টাকার ওপর। ছবির প্রযোজক কর্ণ জোহর এই আনন্দে গতকাল রাতে তাঁর বাড়িতে পার্টি দিয়েছিলেন। সেখানে ছবির নায়ক প্রভাস ও ভিলেন রানা দাগ্গুবাতি ও ছিলেনই, ছিলেন আলিয়া ভট্ট, রণবীর কপূর, বরুণ ধবন সহ বেশ কয়েকজন নামিদামি তারকা। এই পার্টিতেই কাটাপ্পারূপী বরুণের হাতে ফের মারা পড়লেন বাহুবলী প্রভাস। কীভাবে? নিজের চোখেই দেখুন বাহুবলী টু গোটা বিশ্বে প্রায় ১৭০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির হিন্দি ভার্সন বক্স অফিসে উপার্জন করেছে ৫০০ কোটিরও বেশি। এখনও পর্যন্ত অন্য কোনও তারকা এই সাফল্যের ধারে কাছে পৌঁছতে পারেননি। দেখুন কর্ণের পার্টিতে আগত তারকাদের