কলকাতা: অনির্দিষ্টকালের পাহাড় বনধের দ্বাদশদিনে হিংস্র মোড় নিল গোর্খা জনমুক্তি মোর্চার বিক্ষোভ আন্দোলন। সিকিমগামী একটি ট্রাককে চালক সহ জ্বালিয়ে দিল তারা। চালক অনিকেত ছেত্রী ৭০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গতকাল বেলা দেড়টা নাগাদ ট্রাক ভর্তি ইট নিয়ে সিকিম যাচ্ছিলেন তিস্তা বাজারের বাসিন্দা অনিকেত। ১০ নম্বর জাতীয় সড়কের ওপর কালিঝোরায় তাঁর গাড়ি থামায় মোর্চা সমর্থকরা। তাঁকে ট্রাক থেকে নামতে না দিয়ে পেট্রোল ঢেলে ট্রাক পুড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় তারা কিন্তু ততক্ষণে অনিকেত গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।
পোড়া গাড়ি থেকে তাঁকে বার করে পুলিশ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে স্থানান্তরিত করা হয় নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে। পর্যটন মন্ত্রী গৌতম দেব তাঁকে হাসপাতালে দেখতে যান, গোটা ঘটনা বর্বরোচিত বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, বনধ অগ্রাহ্য করে ওই চালক ট্রাক বার করায় উত্তেজিত মোর্চা সমর্থকরা এই কাণ্ড ঘটায়।
পাশাপাশি গ্যাংটক থেকে শিলিগুড়িমুখী পর্যটকদেরও কাল হেনস্থার চূড়ান্ত হয়েছে। রাস্তায় ১২ ঘণ্টারও বেশি বাস আটকে রাখে কর্মী মোর্চা সমর্থকরা। নীচে নামতে না পেরে শেষমেষ তাঁরা সিকিমেই ফিরে যেতে বাধ্য হন।
এবার ট্রাকের সঙ্গে চালককেও জ্বালিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2017 08:31 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -