কলকাতা: তিনি সবসময়েই থাকেন চর্চার কেন্দ্রে। তাঁর পোশাক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট.. চর্চা হয় সবকিছু নিয়েই। তবে জানেন কি? ঠিক কোন ধর্ম মেনে চলেন নেটপ্রভাবী উরফি জাভেদ (Urfi Javed)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, উরফি সরব হয়েছেন তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে। কী জানিয়েছেন তিনি? 


সদ্য সোশ্যাল মিডিয়ায় 'ফলো কর লো ইয়ার' (Follow Kar Lo Yaar) বলে একটি সিরিজের প্রচার চালাচ্ছেন উরফি। এই সিরিজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। আর সেই সিরিজের প্রচারেই একটি সাক্ষাৎকার দিয়েছেন উরফি। সেখানেই তিনি বলেছেন নিজের ধর্মীয় বিশ্বাসের কথা। উরফির কথায়, 'আমি কোরাণ পরেছি, ভগবত গীতা পড়েছি... আমি সবই পড়েছি। কিন্ত কোনো কিছুই আমি সেভাবে ফলো করি না। কোনো ধর্মেরই আমি পুজো করি না।' অর্থাৎ, সমস্ত ধর্মীয় বই উরফি পড়লেও, কোনও ধর্ম মেনেই জীবন যাপন করেন না তিনি। 


সদ্য, এই সিরিজের প্রচারে নিজের পোশাকেই আগুন লাগিয়ে ফেলেছিলেন উরফি। বিশেষ এক ধরণের পোশাক পরেছিলেন তিনি। ক্যামেরার সামনেই সেই পোশাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর সেই আগুনের তাপে পুড়ে যায় উরফির ভ্রু ও চোখের পাতা। তবে উরফির কথায় এই প্রচারের কারণে এই টুকু ক্ষতি শিকার করে নেওয়াই যায়। শুধু এই কথা নয়, ক্যামেরার সামনে জীবনের একাধিক গোপন করা তুলে ধরেছেন উরফি। তিনি জানিয়েছিলেন, তিনি, বলিউডে এসেছিলেন অভিনেত্রী হতে। তবে শিকার হয়েছিলেন রাজনীতির। একটি শো-তে তাঁকে বলা হয়েছিল উপার্জনের ২০ শতাংশ নির্মাতাদের দিতে। উরফি সেই কথায় রাজি না হওয়ায়, ২০ বার শট রিটেক করিয়ে তাঁকে সেই শো থেকে বাদ দেওয়া হয়।


উরফি আরও একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছেন। তিনি যেখানেই, যে শো-তেই কাজ করেন, সেখানকার মানুষদের কিছু না কিছু খাবার উপহার দিতে ভালবাসেন উরফি।


 






আরও পড়ুন: Chanchal Chowdhury: 'যখন ছাত্ররা মরছিল, কোথায় ছিলেন?' বাংলাদেশের বন্যা নিয়ে পোস্ট করতেই চূড়ান্ত কটাক্ষ চঞ্চল চৌধুরীকে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।