Miss Universe India 2025: মাত্র ২২ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয় করে নিলেন মনিকা বিশ্বকর্মা। ২০২৫ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ার (Miss Universe India 2025) বিজয়ীর শিরোপা পেলেন রাজস্থানের মনিকা বিশ্বকর্মা। এই বছরেই থাইল্যান্ডে আয়োজিত হতে চলেছে গ্লোবাল মিস ইউনিভার্স আর সেখানে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মনিকা। ২০২৪ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাবজয়ী রিয়া সিং এদিন মনিকাকে এই সম্মানে ভূষিত করেন এবং তাঁর (Manika Vishwakarma) মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

১৮ অগাস্ট ২০২৫ অর্থাৎ গতকাল সোমবার রাজস্থানের জয়পুরে দ্বিতীয় বছরের জন্য মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল। জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতায় ৪৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে মনিকা বিশ্বকর্মা বিজয়ী হন, ফার্স্ট রানার আপ হন উত্তরপ্রদেশের তানিয়া শর্মা, সেকেন্ড রানার আপ হন হরিয়ানার মেহক ধিংড়া এবং থার্ড রানার আপ হন আমিশি কৌশিক।

কে এই মনিকা বিশ্বকর্মা

রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা এই মনিকা বিশ্বকর্মা এখন যদিও দিল্লিতে থাকেন। এখানেই তিনি পড়াশোনা করছেন এবং মিস ইউনিভার্সের জন্য প্রস্তুতি সমানতালে চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন মনিকা বিশ্বকর্মা, স্নাতক স্তরের শেষ বর্ষের ছাত্রী তিনি। গত বছর ২০২৪ সালে মনিকা মিস ইউনিভার্স রাজস্থানের মঞ্চেও বিজয়ীর শিরোপা পেয়েছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী মনিকা একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী ও একজন চমৎকার পারফর্মার। তিনি এর আগে ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে আয়োজিত একটি উদ্যোগ বিমস্টেক সেভোকনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ললিত কলা অ্যাকাডেমি এবং জেজে স্কুল অফ আর্টসও তাঁর শৈল্পিক প্রতিভার প্রশংসা করেছে।

নিউরো-ডাইভারজেন্সের একজন সমর্থক মনিকা বিশ্বকর্মা প্রতিষ্ঠা করেছেন নিউরোনোভা নামে একটি সংস্থা যাদের মূল উদ্দেশ্য হল ADHD-র মত অবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই বিষয়গুলি নিয়ে চর্চা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এএনআই সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে মনিকা বিশ্বকর্মা জানান, “আমার যাত্রা শুরু হয়েছিল আমার শহর গঙ্গানগর থেকে। আমি দিল্লিতে এসে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিই। আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস জাগিয়ে তুলতে হবে। এতে সকলেরই বড় ভূমিকা রয়েছে, যারা আমাকে সহায়তা করেছেন এবং আজ আমি যা, তা করে তুলেছেন ধীরে ধীরে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রতিযোগিতা কেবল একটি ক্ষেত্র নয়, এটি একটি নিজস্ব জগৎ যা একজন ব্যক্তির চরিত্র গঠন করে।”