নয়াদিল্লি: বহুদিন ধরেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা, কল্পনা চলছে। ট্রেডিংয়ের মাধ্যমে তিনি রাজস্থান রয়্যালস ছাড়তে পারেন বলে খবর। এবার কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফের অংশ অভিষেক নায়ারের (Abhishek Nayar) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে স্যামসনের কেকেআরে ফেরার জল্পনা আরও ঘণীভূত হল।

খবর অনুযায়ী স্যামসনের ট্রেডের জন্য রাজস্থান একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে। রয়্যালসের কর্ণধার মনোজ বাদালে নিজে এই বিষয়টি দেখছেন। তিনি নাকি স্যামসনকে ট্রেড করার বদলে বিভিন্ন দলের থেকে নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছেন। ট্রেডিংয়ে স্যামসনকে নিতে চেন্নাই সুপার কিংসই সবথেকে আগ্রহী বলে দাবি করা হচ্ছিল। Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসনের পরিবর্তে সিএসকের তিন তারকার মধ্যে একজনকে দলে চায় রাজস্থান কর্তৃপক্ষ। কারা তাঁরা? শোনা যাচ্ছে দলের অধিনায়ক স্যামসনের পরিবর্তে হলুদ ব্রিগেডের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে দলে চায় রয়্যালস। এছাড়া রবীন্দ্র জাডেজা বা শিবম দুবেরও বিকল্প দেওয়া হয়েছে।

তবে শোনা যাচ্ছে স্যামসনকে ছাড়তে তাঁর বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস যা শর্ত দিয়েছে, তাতে একেবারেই রাজি নয় সিএসকে। এই তিন ক্রিকেটারের কাউকে ছাড়তে নারাজ হলুদ ব্রিগেড। তাঁরা টাকার বিনিময়েই স্যামসনকে নিতে আগ্রহী বলে খবর। তাই পার্থক্যের জেরে আপাতত এই চুক্তি হওয়ার কোনও সম্ভাবনাই দেখছেন না বিশেষজ্ঞরা। তবে এই সবের মধ্যে স্যামসনকে কেকেআর ম্যানেজমেন্টও দলে নিতে আগ্রহী বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সম্প্রতি নায়ারের পোস্টে জল্পনা বাড়লই বটে।

খবর অনুযায়ী সঞ্জু স্যামসনের বদলে রাজস্থান রয়্যালস সবকিয়টি আগ্রহী ফ্র্যাঞ্চাজিদের থেকে নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়ে ট্রেডিংয়ের জন্য বলেছে। কেকেআরের তরফে রমণদীপ সিংহ (Ramandeep Singh) এবং অঙ্গকৃষ্ণ রঘুবংশীরর একজনকে এগিয়ে দেওয়া হয়েছে ট্রেডিংয়ের জন্য। অভিষেক নায়ারের  নতুন পোস্টে দেখে অনেকেই মনে করছেন রমণদীপের কেকেআর হয়তো শেষের পথে। নায়ার নিজের সোশ্য়াল মিডিয়া স্টোরিতে রমণদীপের সঙ্গে একটি ছবি শেয়ার করে হার্ট ইমোজি দিয়ে লেখেন, 'সর্বদা (নাইট থাকবে)'।

 

 

কেকেআরের হয়ে খ্যাতি, সাফল্য লাভ করেছেন রমণদীপ। প্রিয় ক্রিকেটারের বিদায়বেলা নায়ার এই পোস্টের মাধ্যমে তাঁর প্রতি ভালবাসাই প্রকাশ করেছেন বলে মনে করা হচ্ছে। রমণদীপের  স্যামসনের সঙ্গেই ট্রেড হওয়ার কথা। তাই মনে করা হচ্ছে এই পোস্টের মাধ্যমেই সম্ভবত নায়ার সঞ্জু স্যামসনের তাঁর প্রাক্তন দল কেকেআরে ফেরার বিষয়টিও কার্যত নিশ্চিত করে দিচ্ছেন। যদিও এখনও কোনও তরফেই সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।