নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ড্যর সঙ্গে বাগদান হয়েছে সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের। এখন নাতাশা সম্পর্কে বিস্তারিত জানাতে স্বাভাবিকভাবেই আগ্রহী হার্দিকের অনুরাগীরা। তাঁরা জানতে চান, কে এই নাতাশা, যিনি টিম ইন্ডিয়ার ডাকাবুকো অলরাউন্ডারকে হৃদয়ের পিচে ক্লিন বোল্ড করলেন। নাতাশা এখন সোশাল মিডিয়াতেও ট্রেন্ড করছেন এবং অনেকেই গুগলে তাঁর সম্পর্কে খোঁজখবর করছেন।
২৭ বছরের নাতাশা অভিনেত্রী, মডেল ও ডান্সার। প্রকাশ ঝা নির্দেশিত ‘সত্যাগ্রহ’-র মাধ্যমে বলিউডে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।সলমন খানের টেলিভিশন শো বিগ বসের অষ্টম সিজনেও দেখা গিয়েছিল তাঁকে। বিগ বসের ঘরে তিনি প্রায় এক মাস ছিলেন। অভিনয়ে নিজের কেরিয়ার গড়তে ২০১২-তে ভারতে এসেছিলেন নাতাশা। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। বাদশাহর এক মিউজিক ভিডিও বন্দুক-এও দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন রামপালের সিনেমা ‘ড্যাডি’-তেও অভিনয় করেছেন তিনি।
কিন্তু তিনি বাদশাহর মিউজিক ভিডিও ‘ডিজে ওয়ালে বাবু’ থেকে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছিলেন নাতাশা। এই গান অনুরাগীদের মনে দাগ কেটেছিল। এই মিউজিক ভিডিও-র মাধ্যমে নাতাশাও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সোশাল মিডিয়ায় তিনি নিয়মিত তাঁর ছবি ও ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৯ লক্ষের বেশি আর তা ক্রমশ বাড়ছে।


হার্দিক ও নাতাশা তাঁদের বাগদানের খবর সোশাল মিডিয়া ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন। এর একদিন আগে হার্দিক নাতাশার সঙ্গে একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার আতসবাজির সঙ্গে নতুন বছরের শুরু’।
পরের দিন তিনি নাতাশার সঙ্গে বাগদান করেন।