নয়াদিল্লি: পশ্চিম দিল্লির পীরাগড়ি অঞ্চলে একটি ব্যাটারির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই কারখানার একটি অংশ। ধ্বংসস্তুপে আটকে পড়েছেন বেশ কয়েকজন।  তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।

অতিরিক্ত ডিসিপি (আউটার) রাজেন্দ্র সাগর জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে দমকলের ১৩ জন কর্মী সহ ১৪ জন জখম। ওই কারখানার পিছনের দিকের অংশটি ভেঙে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।



দমকল সূত্রে খবর, আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই কারখানায় আগুন লাগে। প্রথমে সাতটি ইঞ্জিন পাঠানো হয়। তবে আগুন ক্রমশঃ ছড়িয়ে পড়তে থাকায় আরও ইঞ্জিন পাঠাতে হয়। সকাল ৯টা নাগাদ বিস্ফোরণ হয়। ব্যাটারি বিপজ্জনক পদার্থ হওয়ায় আগুন নেভাতে গিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে দমকল কর্মীদের।