মুম্বই: অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) আগামী ছবি 'বব বিশ্বাস' (Bob Biswas) নিয়ে দর্শকের মনে উত্তেজনার অভাব নেই। যে চরিত্রে আগেই টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় হাড়হিম করা অভিনয় করে দর্শকের মনে ভীতি ধরিয়ে দিয়েছিলেন, সেই চরিত্র অভিষেক বচ্চন কতটা আরও ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়ে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে। 'বব বিশ্বাস' ছবিটি যে অভিষেক বচ্চনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছে। এই ছবির জন্য় ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন তিনি। 


প্রস্থেটিক মেকআপের মাধ্যমে অভিষেক বচ্চন অনায়াসেই পর্দায় নিজের চেহারা পরিবর্তন করে দেখাতে পারতেন। কিন্তু তিনি তেমনটা চাননি। তাই ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন। একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, 'আমি চেষ্টা করেছি মাত্র। শুরুতে ফ্যাট স্যুট ব্যবহারের চেষ্টাও করেছিলাম। কারণ, আমি সমস্ত কিছুকেই একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু ফ্যাট স্যুট ব্যবহার করতে গিয়ে দেখলাম আমার চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। এটা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল। আর তাছাড়া, কোথাও নিজেরই মনে হচ্ছিল আমি তো ভুয়ো দেখাচ্ছি দর্শককে। এর আগেও আমি ওজন বাড়িয়েছি চরিত্রের প্রয়োজনে। 'গুরু' ছবিটি করার সময় ১৪ থেকে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। তাই 'বব বিশ্বাস' করার সময়ও স্বাভাবিকভাবেই ওজন বাড়াতে অসুবিধা হয়নি। চরিত্রের প্রয়োজনে আমি ওজন বাড়াই। যখন শ্যুটিং করছিলাম, তখন আমার ওজন ১০০ থেকে ১০৫ কেজি মতো ছিল।'


আরও পড়ুন - কবে ট্রেলার মুক্তি পাবে রণবীর সিংহের 'এইট্টি থ্রি' ছবির?


অভিষেক বচ্চন আরও বলছেন, 'প্রস্থেটিক মেকআপের সাহায্যে ওজন বাড়ানো দেখলে বুঝতে পারবেন, ওটা বোঝাই যায়। কিন্তু যদি স্বাভাবিকভাবে ওজন বাড়ে, তাহলে বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটাচলা, কথা বলা, দৌড়নো, প্রতিটাই আসল হবে। দুটোর মধ্যে পার্থক্য অনেক। আমি আসলে ওজন বাড়ানোটাকেই বেছে নিয়েছি। ওজন বাড়লে হাঁটাচলায় একটা প্রভাব পড়ে। আর আমি সেটাই চাইছিলাম। চরিত্রটির ওজন বেড়েছে। সেটাকে পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তুলতে গেলে আমারও ওজন বাড়নো প্রয়োজন। এবং সেটা স্বাভাবিকভাবেই। তবেই পর্দায় আসল মনে হবে।'