“কেন?” সুশান্তর চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না বিস্মিত অমিতাভ

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে ধোনির মতো হুবহু একই ভঙ্গিতে সুশান্তকে ছক্কা মারতে দেখে মুগ্ধ হয়েছিলেন সিনিয়র বচ্চন।

Continues below advertisement
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। অভিনেতা-অভিনেত্রীরা সকলেই শোকপ্রকাশ করেছেন রবিবারই। তবে নীরব ছিলেন অমিতাভ বচ্চন। অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের বিগ বি। ট্যুইটারে লম্বা পোস্ট করলেন সুশান্তকে নিয়ে। জানালেন, প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে তিনি কতটা আঘাত করেছে। সুশান্তকে শ্রদ্ধা এবং ভালবাসা জানিয়েও শাহেনশার প্রশ্ন, ‘নেই, কিন্তু কেন?’ সুশান্তের স্মৃতিচারণ করতে গিয়ে বিগ বি-র লেখার প্রতি অক্ষর প্রশংসায় ভরা। ট্যুইটে তিনি লিখেছেন, ‘সুশান্ত যেমন পরিশীলিত অভিনেতা, কথাবার্তায়ও ছিল পরিমিত। কোনও বুদ্ধিমান ব্যক্তিই সাধারণত বেশি কথা বলেন না। বরং অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে, বিচার করতে ভালবাসেন। সেই বুদ্ধিমত্তার ছাপ রয়েছে সুশান্তের অভিনয়ে।‘ মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে ধোনির মতো হুবহু একই ভঙ্গিতে সুশান্তকে ছক্কা মারতে দেখে মুগ্ধ হয়েছিলেন সিনিয়র বচ্চন। অমিতাভ লিখেছেন, ‘ওর কাছে জানতে চেয়েছিলাম, কীভাবে এত নিখুঁত শট মেরেছ? ও বলেছিল, ধোনির ওই শটের ভিডিও ১০০ বারের বেশি চালিয়ে দেখেছিল। এতই নিষ্ঠা ছিল।’ তবে সুশান্তের প্রয়াণে এতটাই মর্মাহত অমিতাভ যে, কিছুতেই মেনে নিতে পারছেন না। কারণ হাতড়ে বেরিয়েছেন। তাঁর লেখায় পাঁচবার ‘কেন’ শব্দ ব্যবহার করেছেন শাহেনশা। সঙ্গে লিখেছেন, ‘কোন মানসিক পরিস্থিতিতে একজন আত্মহননের সিদ্ধান্ত নেয়, সেটা এখনও পুরোপুরি রহস্য। তবে এত প্রাপ্তির জীবন শেষ করে দেওয়া কখনও মেনে নেওয়া যায় না।’
Continues below advertisement
Sponsored Links by Taboola