মুম্বই: বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী সোনার গয়নার জন্য বিখ্যাত। তিনি প্রচুর সোনার গয়না পরেন। তাঁকে বলিউডের ‘গোল্ডেন ম্যান’ বলা হয়। তাঁকে কোনও সময়ই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যায় না। কিন্তু তিনি কেন এত সোনার গয়না পরেন, সেটা এতদিন জানা যায়নি। এবার সেই রহস্য ফাঁস করলেন স্বয়ং বাপ্পি। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘হলিউডের গায়ক এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনওদিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক না। সোনা আমার কাছে পয়া। আমার কাছে ২০ লক্ষ টাকার গয়না আছে।’
বলিউডের অন্যতম সফল সঙ্গীত পরিচালক বাপ্পি। তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই গানগুলি এখনও মানুষের মুখে মুখে ফেরে। বলিউডে ৫০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তাঁর পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। শুধু ভারতেই না, অন্য দেশগুলিতেও তিনি সমান জনপ্রিয়। তাঁর গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা যায়। তবে কেন গয়না পরেন, সেটা এতদিনে জানা গেল।
বাপ্পি লাহিড়ীর এত সোনার গয়না পরার সঙ্গে এলভিস প্রেসলির কী সম্পর্ক জানেন? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2020 03:19 PM (IST)
বলিউডের অন্যতম সফল সঙ্গীত পরিচালক বাপ্পি।
ফাইল ছবি
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -