বারাণসী ও বৌদ্ধগয়া: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশবাসীকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে, করোনা-আতঙ্কে বাদ পড়ল না মন্দিরের মূর্তিও। বারাণসীতে মূর্তির মুখে মাস্ক পরালেন এক মন্দিরের পুরোহিত। ভক্তদের আহ্বান করলেন, কেউ যেন মূর্তিতে হাত না দেন।
মন্দিরের পুরোহিত কৃষ্ণআনন্দ পাণ্ডে বলেন, সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। আমরা বিশ্বনাথের মুখে মাস্ক পরিয়ে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি। ঠিক যেমন আমরা ঠাণ্ডার সময় মূর্তিকে গরম পোশাক পরাই, বা গরমকালে এসি চালিয়ে থাকি, এবার মাস্ক পরিয়েছি। একইসঙ্গে, ভক্তদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মূর্তি ছুঁয়ে দেখার চেষ্টা না করেন। তিনি বলেন, মানুষ মূর্তি ছুঁলে, ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। আরও বেশি মানুষ সংক্রমিত হবেন। তিনি ভক্তদের পরামর্শ দেন, তাঁরাও যেন প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে মাস্ক পরেন।
এদিকে, বারাণসীতে যখন অভিনব করোনা-সচেতনতা চলছে, তখন বৌদ্ধগয়ায় প্রার্থনায় মগ্ন হাজারখানেক বৌদ্ধ সন্ন্যাসী। অন্যতম আয়োজক হুইডজং ইয়াং বলেন, বৌদ্ধ ক্যালেন্ডারের পূর্ণ চন্দ্র দিবস উপলক্ষে করোনা-মুক্তির জন্য বিশ্ব-প্রার্থনার আয়োজন করেছে মহাকরুনা ফাউন্ডেশন ও মহাবৌদ্ধ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার। সেখানে মানুষের সুস্থকামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন হাজার খানেক বৌদ্ধ সন্ন্যাসী, সন্ন্যাসিনী। তিনি বলেন, মেডিক্যাল সায়েন্স যথাসাধ্য চেষ্টা করছে ওই ভাইরাস থেকে নিরাময় খুঁজে বের করতে। কিন্তু, কিছু জিনিস বিজ্ঞানের আওতার বাইরে। আমরা তাই প্রার্থনা করছি। যেখানে বিজ্ঞান হার মানে, আধ্যাত্মিক চেতনা কাজ করে।