কলকাতা: তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, ফিসফাস ছিলই। তবে তা এখন সর্বজন বিদিত। ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও অভিনেত্রী বরখা বিস্ত (Barkha Bisth)। তাঁদের এক কন্যাও রয়েছে। সে বর্তমানে মা বরখার কাছেই থাকে। আর সদ্য একটি সাক্ষাৎকারে, ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বরখা। শোনা যায়, তাঁদের দুজনের মধ্যে নাকি এক টলি অভিনেত্রী এসেছেন। যদিও এ বিষয়ে মুখ খোলেননি বরখা বা ইন্দ্রনীল কেউই। তবে বরখা প্রতারণা নিয়ে মুখ খুলেছেন। 

সদ্য দেওয়া সাক্ষাৎকারে বরখা বলেছেন, কেবল তাঁর সঙ্গে নয়, ইন্দ্রনীলের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্কের বাঁধনও আলগা হয়ে গিয়েছিল। খুব কঠিন হলেও, এই সত্যিটা মেনে নিয়েছিলেন বরখা। তিনি আরও বলেছেন, অনেকেই নাকি মনে করেছেন, মেয়ের থেকে ইন্দ্রনীলকে আলাদা করে রাখছেন বরখাই, কিন্তু আদৌ বিষয়টা তেমন নয়। বরখার কথায়, 'ইন্দ্রনীলের জন্য এখনও আমার মনে ভীষণ ভালবাসা রয়েছে। সম্মানের কথাটা আমি জানি না, তবে হ্যাঁ, ভালবাসা রয়েছে। আমরা ১৫ বছর একসঙ্গে প্রচুর ভাল সময় কাটিয়েছি। ও যদি আমায় ভালবাসা না দিতে পারে, বিশ্বাস না দিতে পারে, বিয়ের সম্পর্কটা টিঁকিয়ে রাখতে না হয়, তাহলে আমার আর কীই বা করার থাকে?'

এখানেই শেষ নয়, বরখা জানিয়েছেন, যদি ইন্দ্রনীল তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত না নিতেন, তাহলে তিনি কখনোই ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ক ভাঙতেন না যে যাই হয়ে যাক না কেন। বরখা জানিয়েছেন, তিনি এমন একজন মানুষ যিনি মনে করছেন, তাঁর সঙ্গে কেউ প্রতারণা করলে তিনি সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে চলে যাবেন। কিন্তু আসলে যখন বিষয়টা হয়, তখন আমি বুঝেছিলাম, বিষয়টা যতটা বলা সোজা, করা ততটা সোজা নয়। বরখাও নাকি পারেননি। তিনি চেয়েছিলেন ইন্দ্রনীলের সঙ্গেই থেকে যেতে। এর পরে নাকি আরও ২ বছর বিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন বরখা। কিন্তু বিষয়টা কাজ করেনি। বরখার মতে, সম্পর্ক ভেঙে বেরনো সহজ নয়। কারণ সম্পর্ক ভাঙার মতো পরিস্থিতি আসলেও চোখের সামনে এত কিছু চলে আসে যে আর সম্পর্ক ভেঙে বেরনো সহজ হয় না। 

অন্যদিকে বরখা সম্পর্ক নিয়ে এত কথা বললেও, ইন্দ্রনীল তাঁর সম্পর্ক নিয়ে বেশি কথা বলতে নারাজ।