রণবীরকে একই ধরনের সানগ্লাস পরতে দেখে জিভার কী মনে হয়েছিল, ধোনি তা জানিয়েছেন। ধোনি লিখেছেন, জিভার মনোভাবটা এমন ছিল যে, ও কেন আমার সানগ্লাসটা পরেছে। এরপর ও নিজের সানগ্লাসটা খুঁজতে ওপরে উঠে যায় এবং শেষপর্যন্ত বলে, আরে, এটা তো আমার কাছেই আছে। আসলে এখনকার বাচ্চারা একেবারেই আলাদা। সাড়ে চার বছর বয়সে আমি অনন্ত বুঝতে পারতাম না যে, আমার একই ধরনের সানগ্লাস রয়েছে।পরে যখন ওর রণবীরের সঙ্গে দেখা হবে আমি নিশ্চিত যে ও বলবে, তোমার মতো আমারও সানগ্লাস রয়েছে।
এই মজাদার কথা জানতে পেরে রণবীর তাঁর প্রতিক্রিয়ায় বললেন, জিভা ‘ফ্যাশনিস্তা’।