নয়াদিল্লি: আইপিএল বেটিংয়ে লোকসানের পর মালিকের ২৫ লক্ষ টাকা মূল্যের সোনা চুরি করার অভিযোগে ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার দুই সঙ্গীকেও। অভিযুক্তদের নাম ভারত নাথমল সোনি, সচিন শিন্ডে এবং শ্রবণ বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে প্রথম দুজন দিল্লির পশ্চিম বিনোদ নগরের বাসিন্দা এবং তৃতীয়জন রাজস্থানের সিরোহীর।
পুলিশ জানিয়েছে, করোল বাগের একটি সংস্থার সদর দফতরের ইন-চার্জ হিসেবে কাজ করত সোনি। তার দায়িত্ব ছিল হেড অফিস থেকে চাঁদনি চকের ব্রাঞ্চ অফিসে সোনা পৌঁছে দেওয়া। অভিযোগ, সেই সোনার মধ্যে থেকে কিছু কিছু করে সরিয়ে দিত সোনি। মালিক খবর পেতেই, বেপাত্তা হয়ে যায় সোনি।
তদন্তে উঠে আসে, নিয়মিত দেশে নিজের জায়গা বদল করছিল সোনি। গত ২৫ সেপ্টেম্বর তাকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়। পুলিশকে দেওয়া সোনির তথ্যের ভিত্তিতে পরে তার দুই সাকরেদকেও গ্রেফতার করা হয়।
জেরায় সোনি জানিয়েছে, হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে সে সোনার গয়না নিয়ে যেত। পরে, সেগুলিকে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করত। বদলে, গলানো সোনা বা নগদ টাকা নিয়ে সে হেড অফিসে জমা করত।
জেরায় সোনি স্বীকার করে, আইপিএলে সে হামেশাই বেটিং করত। আর তাতে তার প্রচুর লোকসানও হয়েছিল। সেই ক্ষতি থেকে বেরিয়ে আসতে সে শিন্ডের সঙ্গে যোগাযোগ করে, যে সোনা গলানোর কাজ করত।
শিন্ডের সঙ্গে যোগসাজসে প্রতিবার অল্প অল্প করে গলানো সোনা হেড অফিসে জমা দেওয়ার আগে কিছুটা সরিয়ে রাখত সোনি।
অভিযোগ, এই করে করে ২৫.৭৩ কেজি সোনার গয়না চুরি করে সোনি। এর মধ্যে কিছুটা সে শ্যালক শ্রবণকে দেয়। সেগুলিকে দুজন মিলে আত্মীয় ও অন্যান্য লোকদের বিক্রি করে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে পুলিশ।