মহারাষ্ট্র ও মুম্বইয়ে করোনাভাইরাসের এখনও দাপট অব্যাহত। বলিউডের কয়েকজন তারকাও আক্রান্ত হয়েছে। সুপারস্টার অমিতাভ বচ্চন সহ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি নানাবতী হাসপাতালে। রেখার বাংলোও সিল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আশঙ্কিত সিনে মহল।
এরইমধ্যে শাহরুখ খানের বাংলো মন্নতের চারদিক প্ল্যাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ছবি সামনে আসে। প্ল্যাস্টিক ঘেরা শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই অনেকেরই ধারণা ছিল, করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়েছে। এই বাংলোতেই স্ত্রী গৌরি ও তিন সন্তানের সঙ্গে থাকেন শাহরুখ।
কিন্তু আদতে কারণটা সেটা নয়। সূত্রের খবর বর্ষার হাত থেকে বাড়ি বাঁচাতেই প্লাস্টিক দিয়ে ঢেকেছেন বাদশা।