নয়াদিল্লি: দেশে করোনায় মৃত বেড়ে ২৮ হাজার ৭৩২। একদিনে মৃত ৬৪৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ হাজার ৭২৪। মোট আক্রান্ত ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫।
আশার কথা, দেশে মৃত্যু হার কমে হয়েছে ২.৪০ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.১৩ শতাংশ। বর্তমানে, দেশে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৩৩। ইতিমধ্যেই এই লড়াইয়ে জিতে সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৪৯ জন। গত ২৪-ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮ হাজার ৪৭২ রোগী সুস্থ হয়েছেন।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। দেশের মোট মৃত্যুর ৪২.৭২ শতাংশ ওই রাজ্যেই। মোট মৃত্যু ১২ হাজার ২৭৬। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার ৩১। দিল্লিতে মৃত ৩ হাজার ৬৯০। সংক্রমিত ১ লক্ষ ২৫ হাজার ৯৬। তামিলনাড়ুতে ২ হাজার ৬২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ১৯৬। সংক্রমিত ৫০ হাজার ৩৭৯। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ২২৯ জনের। আক্রান্ত ৫৩ হাজার ২৮৮।
অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১৫ হাজার ৩৬৪ জনের। আক্রান্ত ১ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৭০৬। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৮৪ লক্ষ ২৯ হাজার ৫১৮ জন।
সংক্রমিত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি। আমেরিকায় করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৬৯ জনের। আক্রান্ত ৩৮ লক্ষ ৯৭ হাজার ৪২৯। এরপরই রয়েছে ব্রাজিল। ওই দেশে ৮১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ২১ লক্ষ ৫৯ হাজার ৬৫৪। ব্রিটেনে মৃত ৪৫ হাজার ৫০৭ জন। আক্রান্ত ২ লক্ষ ৯৭ হাজার ৩৮৯ জন।
মেক্সিকোয় মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪০০ জনের। ওই দেশে আক্রান্ত ৩ লক্ষ ৫৬ হাজার ২৫৫। ইতালিতে মৃত ৩৫ হাজার ৭৩ জন। সংক্রমিত ২ লক্ষ ৪৪ হাজার ৭৫২। ফ্রান্সে মৃতের সংখ্যা ৩০ হাজার ১৬৮ জন। আক্রান্ত ২ লক্ষ ১৪ হাজার ৬০৭। স্পেনে মৃত ২৮ হাজার ৪২৪। সংক্রমিত ২ লক্ষ ৬৬ হাজার ১৯৪ জন। রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৬১ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮২ হাজার ৪০।