মুম্বই: শ্রীদেবী নাকি চেয়েছিলেন, ছোট মেয়ে খুশি সিনেমায় নামুন। বড় মেয়ে জাহ্নবীর অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তাঁর। শিগগিরই বড় পর্দায় পা রাখতে চলা জাহ্নবী জানিয়েছেন এ কথা।

শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। তাঁর অসামান্য অভিনয় আর রূপের ছটা চিরকাল মনে রাখবে ভারতীয় চলচ্চিত্র। কিন্তু অত্যন্ত সফল এই অভিনেত্রীর নাকি জাহ্নবীর ছবি করা নিয়ে আপত্তি ছিল। জাহ্নবী বলেছেন, শ্রীদেবী বলতেন, বলিউডের কাজ করার পক্ষে জাহ্নবীর চামড়া যথেষ্ট মোটা নয়, তিনি বড্ড বেশি অকপট, ফলে ফিল্মি দুনিয়ায় টিকে থাকতে সমস্যা হবে। বরং ছোট মেয়ে খুশির ব্যাপারে আপত্তি ছিল না তাঁর।

জাহ্নবী বলেছেন, মা চাইতেন তাঁরা দুই বোন, শান্তিপূর্ণ, খোলামেলা জীবনযাপন করুন। নিজের অভিনয়, সাফল্য ভালবাসতেন তিনি, সেই ভালবাসা ঐকান্তিক ছিল।

যদিও জাহ্নবী নিজে ছবি করতে আগ্রহী হওয়ায় সেই সিদ্ধান্ত সমর্থন করেন শ্রীদেবী। মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে লস অ্যাঞ্জেলসের অভিনয় শেখার কোর্সে ভর্তিও করান। তাঁকে রেখে ফিরে আসার সময় বলেন, ফুলকে নোংরায় ফেলে রেখে চলে যাচ্ছি আমি!এই বন্য পশ্চিমী দুনিয়ায়। আমার মনে হয়, অকৃত্রিম, অকপট থাকাই সবথেকে ভাল। হতাশাবাদী না হতে সাহস লাগে, তার থেকে বরং বিশ্বাস করব, সব কিছুতেই ভাল কিছু আছে।

ধড়ক ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন জাহ্নবী। তাঁর বিপরীতে রয়েছেন ঈশান খাট্টার। শ্রীদেবী ছবির মিনিট পঁচিশের মত ফুটেজ দেখেছিলেন। সব মায়ের মতই মেয়ের সমালোচনা করে তিনি বলেন, তাঁকে আরও উন্নতি করতে হবে। জাহ্নবীর চোখে মাস্কারা ধেবড়ে গিয়েছিল, দেখে ভাল লাগেনি তাঁর।