৬ বছর ধরে আইপিএলে বেটিং করেছেন আরবাজ, বারণ করেছিল পরিবার, এ জন্যই কি ভেঙে যায় মালাইকার সঙ্গে সম্পর্ক?
ABP Ananda, Web Desk | 03 Jun 2018 09:51 AM (IST)
মুম্বই: আরবাজ খান পুলিশের কাছে স্বীকার করেছেন, যে আইপিএলে বেটিং করেছেন তিনি। এমন কী সদ্য শেষ হওয়া আইপিএল সিরিজেও তিনি প্রায় ২.৮ কোটি টাকা জুয়োয় হেরেছেন। থানে পুলিশের সামনে তিনি যে বয়ান দিয়েছেন, তা থেকে বেশ কিছু প্রসঙ্গ সামনে এসেছে। জানা যাচ্ছে, ৬ বছর ধরে বেটিং করছেন আরবাজ। আইপিএলে জুয়ো খেলার নেশা হয়ে গিয়েছে তাঁর। এতে টাকাও খুইয়েছেন প্রচুর। পুলিশের কাছে তিনি এ কথাও স্বীকার করেছেন, তাঁর পরিবার বারবার তাঁকে বেটিং করতে মানা করেছিল। শোনা যাচ্ছে, আরবাজের সঙ্গে মালাইকা অরোরার বৈবাহিক সম্পর্কও ভেঙে গিয়েছে এই বেটিংয়ের কারণে। বহুবার বারণ করার পরেও আরবাজ মালাইকার কথা শোনেননি। তার ওপর জুয়োয় হেরে কোটি কোটি টাকা ধারও হয়ে যায় তাঁর। তখন মালাইকা তাঁকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৬-য় ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। আরবাজ পুলিশকে জানিয়েছেন, সদ্য শেষ হওয়া আইপিএলেও তিনি বহু টাকা খাটিয়েছেন। হেরেছেনও প্রচুর টাকা। তিনি এমন আরও কয়েকজন বলিউডি শিল্পীর নাম করেছেন, যাঁরা পয়সা খাটিয়েছেন আইপিএলে। তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। [embed]https://twitter.com/ANI/status/1002862289760817152?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fipl-betting-scam-arbaaz-khan-confesses-to-betting-in-ipl-for-6-years-malaika-and-family-tried-to-stop-him-876937[/embed]