মুম্বই: সাইবার নিগ্রহের মুখে পড়লেন বলিউড অভিনেতা বরুণ ধবন। এক মহিলা অনুরাগীর বিরুদ্ধে তাঁকে উত্যক্ত করার অভিযোগ উঠল।ওই মহিলা অনুরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বরুণ ধবন। অভিযোগ, ওই মহিলা অনুরাগী বরুণের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ক্রমাগত অশালীন বার্তা পাঠাচ্ছিলেন। বরুণ তার নাম্বার ব্লক করে দেওয়ার পর একটি অজানা নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, বরুণ ওই অনুরাগীর বার্তার উত্তর না দিলে সে আত্মহত্যা করবে।অভিযুক্ত মহিলার পক্ষে অন্য একজন ওই ফোন করেন বলে দাবি বরুণের।
এরপর আর দেরি না করে সান্তাক্রজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বরুণ। অভিযোগের একটি প্রতিলিপি বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের সাইবার সেলের কাছেও পাঠানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বরুণকে যিনি ফোন করেছিলেন, তাঁর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই কল করার পর থেকেই ফোনটি সুইচ বন্ধ রয়েছে।
কয়েকমাস আগেই রায়পুরের এক ১৭ বছরের অনুরাগী বাড়ি থেকে পালিয়ে বরুণের সঙ্গে দেখা করতে মুম্বইতে চলে এসেছিল। পুলিশ তার হদিশ পাওয়ার পর অবশ্য অভিনেতা ওই তরুণীর সঙ্গে দেখাও করেছিলেন।
মহিলা অনুরাগীর অশ্লীল মেসেজ, আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2017 10:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -