রকলকাতা: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)-এর পর থেকেই বিনোদন দুনিয়ায় একটা বদল এসেছে। পহেলগাঁও হামলার জবাবি হামলায় ভারত আক্রমণ চালিয়েছিল পাকিস্তানের ওপর। গুঁড়িয়ে দিয়েছিল প্রতিবেশী দেশের জঙ্গি ঘাঁটি।  আর এই হামলার পরে, ভারতের পদক্ষেপের প্রতিবাদ করেছিলেন একাধিক পাকিস্তানি শিল্পী। ভারতে সেই সমস্ত শিল্পীদের নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আর এই তালিকায় ছিলেন অভিনেত্রী হানিয়া আমির। 

ভারতে হানিয়া আমিরের অনুরাগীদের সংখ্যা কম নয়। ভারতে একাধিক কাজও করেছেন হানিয়া আমির। এরপরে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে (Diljit Dosanjh), নতুন ছবি 'সর্দার জী ৩' (Sardaar Ji 3)-তে। এই সিনেমাটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ছবিটি যাতে ভারতে মুক্তি না পায়। আর যদি পায়, তাহলে ভারতে নিষিদ্ধ করা হবে শিল্পী দিলজিৎ দোসাঞ্জকে।

দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইজ় (The Federation of Western India Cine Employees)-এর তরফ থেকে জানানো হয়েছে। যদি এই ছবিটি ভারতে মুক্তি পায়, তাহলে ভারতীয় প্রযোজকদের একাধিক ছবি থেকে দিলজিৎ দোসাঞ্জকে নিষিদ্ধ করা হবে। দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইজ়-এর প্রেসিডেন্ট বি এন তিওয়ারি বলেছেন, 'এই ছবিটা যদি ভারতের কোথাও মুক্তি পায়, তাহলে সেটাকে অসহযোগীতা বলে মনে করা হবে। আর সেটা হলে, আমরা এটা নিশ্চিত করব যে ভারতের কোনও জায়গা থেকে যেন দিলজিৎ দোসাঞ্জ আর কাজ না পান।'

এবার এই ছবি নিয়ে মুখ খুললেন গুণবীর সিংহ। তিনি জানিয়েছেন, এই ছবির শ্যুটিং হয়েছে পহেলগাঁও হামলার বহু আগে। সেই সময়ে পাকিস্তানের সঙ্গে আপাতদৃষ্টিতে ভারতের কোনও সমস্যা ছিল না। তবে বর্তমানে মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে, ভারতে এই ছবির মুক্তি বন্ধ রাখছেন তিনি। জুন মাসের ২২ তারিখে সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। আর সেখান থেকেই শুরু হয়েছে সমস্যা। অনেকেই প্রশ্ন করেছেন, এই ছবি কী করে ভারতে মুক্তি পেতে পারে? দর্শকদের রোষের কথা মাথায় রেখেই, এই ছবির মুক্তি আপাতত বন্ধ রেখেছেন প্রযোজক।

এর আগে, একটি গানের লিরিক্স নিয়ে সমস্যায় পড়েছিলেন দিলজিৎ। আইনি নোটিস পেয়েছিলেন তিনি। আর সেই নোটিস পেয়েই গানের কথা বদলে দিয়েছিলেন দিলজিৎ।