আমার ছেলেমেয়ে সিনেমায় নামার যোগ্য হলে তবেই সাহায্য করব: আমির
ABP Ananda, Web Desk | 17 Dec 2016 03:16 PM (IST)
মুম্বই: ফিল্ম দুনিয়ায় আসতে হলে তাঁর ছেলেমেয়েদের ঠিকমতো উপযুক্ত হতে হবে। তাহলেই তাদের সাহায্য করবেন তিনি। বললেন আমির খান। আমির জানিয়েছেন, তাঁর বড় ছেলে জুনেদ থিয়েটার নিয়ে পড়াশোনা করছে। সে থিয়েটারই করতে চায়। তবে ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানিকে সহায়তা করে সে। মেয়ে ইরার আর পড়াশোনার ইচ্ছে নেই। এবার ছবি করতে চায় সে। ছেলেমেয়েদের সিনেমার জগতে পা রাখতে সাহায্য করবেন কিনা জানতে চাইলে আমিরের উত্তর, অবশ্যই তিনি সাহায্য করবেন। যদি তাঁর মনে হয়, তাদের মধ্যে প্রতিভা রয়েছে, তারা সত্যিই সিনেমার উপযুক্ত, তবে তাদের হাত ধরবেন তিনি। যদি দেখেন, তাদের সেই ক্ষমতা নেই, তবে তাদের জানিয়ে দেবেন সেটা। সামনেই কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিবাহবার্ষিকী। আমির জানিয়েছেন, জন্মদিন মনে রাখতে খুব ঝামেলায় পড়েন তিনি। সলমন খানের জন্মদিন ২৭ ডিসেম্বর আর তাঁদের বিবাহবার্ষিকী ২৮ তারিখ। এ নিয়ে সমস্যা হয়। এবারও পঞ্চগনিতে পালিত হবে তাঁদের বিবাহবার্ষিকী।