লস অ্যাঞ্জেলেস: ৯৪তম অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ডের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা। আর তার জেরেই সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) কষিয়ে থাপ্পড় হলিউড তারকা উইল স্মিথের (Will Smith)। বিতর্ক শুরু সেই মুহূর্ত থেকে। গতকাল অ্য়াকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের এই আচরণের শাস্তি ঘোষণা করা হয়েছে। তাঁকে অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে অ্যাকাডেমি। যদিও অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন উইল স্মিথ। অ্যাকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করার পরই প্রশ্নের মুখে পড়েছে তাদের সিদ্ধান্ত। 


প্রশ্নের মুখে অ্যাকাডেমির সিদ্ধান্ত-


ইতিমধ্যেই অ্য়াকাডেমি জানিয়ে দিয়েছে যে, অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে উইল স্মিথকে। অর্থাৎ, অ্যাকাডেমির কোনও ইভেন্টেই উপস্থিত থাকতে পারবেন না অভিনেতা। এই সিদ্ধান্তের পরই অ্যাকাডেমির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে বহু মানুষ। যদিও বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে থাকা বড় কোনও ব্যক্তি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেননি। কিন্তু নেট দুনিয়ায় উইল স্মিথের শাস্তিকে কেন্দ্র করে পোস্টের বন্যা বয়ে চলেছে। বহু মানুষ প্রশ্ন তুলেছেন যে, অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় কষানোর ১০ দিনের মধ্যেই উইল স্মিথের শাস্তি ঘোষণা করা হয়ে গেল। অথচ, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রোমান পোলনস্কির বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে অ্যাকাডেমির ৪০ বছর লেগে গেল।



আরও পড়ুন - Ranbir Kapoor Wedding: রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন নীতু কপূর


অ্য়াকাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে টুইটারে সরব হয়েছেন বহু বিশিষ্টরা। আমেরিকার লেখক ফ্রেডেরিক জোসেফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন যে, 'উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার শাস্তি অনুভব করাচ্ছে যে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দেখে শিক্ষা নেওয়া দরকার।' আবার কেউ লিখেছেন, 'যদি আমাকে কেউ বলত যে আমাকে অ্য়াওয়ার্ড সেরিমনি থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হল, তাহলে আমি বলতাম - ধন্যবাদ।' সাংবাদিক পিয়ার্স মর্গ্যান এই প্রসঙ্গে টুইট করেছেন যে, 'ক্রিস রককে চড় মারার ১২ দিন পরই হলিউড অ্য়াকাডেমি থেকে নিষিদ্ধ উইল স্মিথ। এই অ্যাকাডেমিই এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রোমান পোলনস্কিকে নিষিদ্ধ করতে ৪০ বছর সময় নিয়েছে।' অ্য়াকাডেমির সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত গোটা দুনিয়া।