অলোক সাঁতরা, ডুমুরকোটা: গভীর জঙ্গলে (Forest) মহুল সংগ্রহ করতে গিয়ে হাতির (Elephant) হানায় মৃত্যু হল এক মহিলার। আজ সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর (Medinipur) সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন প্রতিবেশীকে নিয়ে জঙ্গল থেকে মহুল সংগ্রহ করতে গিয়েছিলেন ডুমুরকোটা গ্রামের বাসিন্দা রায়মণি কিস্কু। আচমকাই দাঁতালের সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। মহিলার সঙ্গীরা পালিয়ে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের (Forest Department) কর্মীরা।


জঙ্গলে হাতির হানা


মেদিনীপুর সদর ব্লক সহ পাশাপাশি জঙ্গলে এই মুহূর্তে মহুল ফল সবচেয়ে বেশি সংগৃহীত হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু করেছেন বিভিন্ন জঙ্গলে। কারণ, নেশার বস্তু তৈরি করতে এই মহুল কাজে লাগে। তা চড়া দামে বিক্রি করা যায়। আজ ভোরে ডুমুরকোটা গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে গিয়েছিলেন রাতে গাছ থেকে পড়া সেই মহুল কুড়োতে। ডুমুরকোটা গ্রাম থেকে এমন চারজন বাসিন্দা গিয়েছিলেন। হঠাৎই মহুলের গন্ধে আকৃষ্ট হয়ে তাঁদের পিছনে হাজির হয়ে যায় একটি দাঁতাল হাতি। মহুল কুড়োতে ব্যস্ত লোকজনের মধ্যে তিনজন হাতির আগমনের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে গেলেও, রায়মণি কিস্কু পালাতে পারেননি। হাতিটি তাঁকে সবার সামনেই তুলে আছড়ে পা দিয়ে পিষ্ট করে ছিন্নভিন্ন করে দেয়।


দুর্গাপুরেও হাতির তাণ্ডব


এদিকে, দুর্গাপুরের (Durgapur) অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজারে হাতির তাণ্ডব। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দামোদর পেরিয়ে মায়াবাজারে ঢুকে পড়ে একটি হাতি। বেশ কয়েকঘণ্টা এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ (Cops) ও বন দফতরের কর্মীরা। ব্যারাজের জল কম থাকায় তা পার করিয়ে হাতিটিকে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা শুরু হয়।


আরও পড়ুন রাসায়নিক সার খেয়ে মৃত্যু? লাউ ক্ষেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ