Will Smith's slap controversy : অস্কারের মঞ্চে থাপ্পড় মারার ঘটনাকে ঘিরে তোলপাড় আমেরিকা। তাঁর স্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার কারণে সঞ্চালক ক্রিস রকসকে মঞ্চের ওপরেই চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া উঠে আসছে। কিছু মন্তব্য তাঁর পক্ষে, কিছু তাঁর বিপক্ষে।
ক্ষমা চেয়ে তিনি লিখলেন -
অবশ্য ঘটনার পরে ইনস্টাগ্রামে ক্ষমাও চেয়েছেন তিনি (Will Smith)। বিশেষ রোগের কারণে স্মিথের স্ত্রীর মাথায় চুল কম। এ নিয়ে রসিকতা করার কারণেই স্মিথ চড় মারেন ক্রিসকে। তাই নিয়েই বিতর্ক চরমে ওঠে। অবশেষে সব বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন উইলস্মিথ। তিনি লিখলেন -
' সব ধরনের হিংসাই বিষময় এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ছিল। আমার বিষয়ে কৌতুক করা চাকরির একটি অংশ, কিন্তু জাদার অসুস্থ অবস্থা সম্পর্কে একটি রসিকতা আমার পক্ষে সহ্য করা খুব কঠিন ছিল এবং আমি আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি।
আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্রিস ... আমি ভুল ছিলাম। আমি বিব্রত ।'
তিনি আরও লেখেন, ' ভালবাসা এবং দয়ার পৃথিবীতে হিংসার কোন স্থান নেই। আমি অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং বিশ্বজুড়ে যাঁরা দেখছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমি উইলিয়ামস পরিবার এবং আমার রাজা রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি গভীরভাবে অনুতপ্ত।'
প্রেক্ষাপট
জীবনের প্রথম অস্কার জিতলেন এই বছরই। আর সেই অস্কারের মঞ্চেই অভাবনীয় একটি কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়ালেন অভিনেতা উইল স্মিথ। ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় কষালেন তিনি।কিং রিচার্ড ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে উইল স্মিথের নাম ঘোষণার আগেই ঘটে যায় এই ঘটনা। ক্রিস উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে একটি মন্তব্য করেন। তিনি জাডাকে উদ্দেশ্য করে বলেন - 'জি আই জেনের সিক্যুয়েলের অপেক্ষায় আছি'।
অ্যালোপেসিয়ায় আক্রান্ত জাডার সঙ্গে 'জি আই জেন' ছবিটির নায়িকা ডেমি মুরের সাদৃশ্যের কারণেই এই মন্তব্য করেছিলেন ক্রিস রক। অ্যালোপেসিয়ায় আক্রান্ত রোগীর মাথার চুল পড়ে যায় অকালেই। জাডাও দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন। শুরুতে ক্রিসের মন্তব্যে হাসছিলেন উইল স্মিথ। কিন্তু বিষয়টি জাডা পছন্দ করছেন না, তা তাঁর মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছে। জাডা এই মন্তব্যে ক্ষুন্ন হয়েছেন বুঝতে পেরেই রেগে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান উইল স্মিথ। আসন ছেড়ে সোজা মঞ্চে উঠে যান এবং চড় মেরে বসেন ক্রিস রককে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।