মুম্বই: অভিনেত্রী রিচা চাড্ডার ইচ্ছে, যদি তিনি বিড়াল হতেন, তাহলে কোনও চিন্তাই থাকত না।

রিচার একটা পোষা বিড়াল রয়েছে। আদর করে রিচা তার নাম রেখেছেন কমলি। সোশ্যাল মিডিয়ায় কমলি আদৌ অপরিচিত নয়। রিচা মাঝেমধ্যেই কমলির ছবি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন।

এবার রিচার একটি ভিডিও পোস্ট করেছেন রিচা। ভিডিওতে জানালার ধারে বসে থাকতে দেখা যাচ্ছে রিচার পোষা বিড়ালকে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে, আর কখনও কখনও দমকা হাওয়া বইছে।

ওই ভিডিও পোস্ট করে রিচা লিখেছেন, ‘বৃষ্টি-বাতাস বেশ উপভোগ করছে কমলি। বৃষ্টির শব্দ পাওয়া মাত্রই ও চলে গেল জানালার ধারে..আমি যদি বিড়ালের মতো হতাম। আরাম, শুধু আরাম। কোনও কাজ, টাকাপয়সা, ছেলে, শরীর, পরিবেশ, গোরক্ষপুর,শার্লটভিলের চিন্তা করতে হত না। আমি যদি বিড়াল হতাম’।





খুব শীঘ্রই রিচাকে ২০১৩-র ‘ফুকরে রিটার্নস’ সিনেমার সিকোয়েলে পর্দায় দেখা যাবে।