চেন্নাই: জয়ললিতার মৃত্যুর পর শশীকলা যখন এআইএডিএমকে-র কেন্দ্রবিন্দুতে উঠে আসার চেষ্টা করছেন, তখনই রামগোপাল ভার্মা ঘোষণা করেন, ‘শশীকলা’ নাম ছবি করতে চলেছেন তিনি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন এই ছবিতে দেখা হবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশীকলার দৃষ্টিকোণ থেকে।


আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় শশীকলার জেল হওয়ার পর রামু প্রকাশ্যে এনেছেন তাঁর ছবির পোস্টার। সঙ্গে কয়েকটি বিশেষ তথ্য।



রামু জানিয়েছেন, মালয়ালম, হিন্দি ও তামিল ভাষায় তৈরি হচ্ছে তাঁর ছবি। জয়ললিতার চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনের পরিচারকদের কাছ থেকে তিনি নাকি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। সে সব থাকবে তাঁর ছবিতে। যেমন ওই বাড়ির মালি নাকি তাঁকে বলেছেন, বেশিরভাগ বিধায়কই শশীকলাকে সমর্থন করছেন, কারণ তাঁরা সকলে মানারগুড়ি মাফিয়ার সদস্য। শশীকলার পরিবার তামিলনাড়ুতে মানারগুড়ি মাফিয়া নামে কুখ্যাত।