মুম্বই: এখন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকাদের তালিকার শীর্ষে রয়েছেন সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ‘সিমবা’-র সাফল্যের পর সারার চাহিদা তুঙ্গে। একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। একাধিক ছবিতে সারাকে সই করানোর জন্য অনেকেই হন্যে হয়ে রয়েছেন। বলিউডে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে পা রাখা সারা ইতিমধ্যেই ইমতিয়াজ আলি পরিচালিত ও কার্তিক আরিয়ান অভিনীত একটি অনামী ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন। এর পাশাপাশি, বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকেও অভিনয় করছেন তিনি। চলতি বছর ফিল্মফেয়ার ও আইফা-য় সেরা নতুন মুখের (মহিলা) পুরস্কার জিতে নিয়েছেন।
এখন খবরে প্রকাশ, পরিচালক আনিস বাজমীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন সেফ-কন্যা। সেখানে তাঁর বিপরীতে থাকবেন ভিকি কৌশল। জানা গিয়েছে, কার্তিক অরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ছবির পরই নতুন ছবিতে হাত লাগাবেন আনিস। একতা কপূর ওই ছবিটির জন্য সবুজ সঙ্কেত দিয়েছেন।
টিনসেল টাউনের এর সূত্রের দাবি, এই কমেডি-ধর্মাবলম্বী ছবির জন্য একজোড়া তাজা মুখ খুঁজছিলেন আনিস। পুরুষ চরিত্রের জন্য তিনি আগেই ভিকিকে বেছে রেখেছিলেন। বিপরীতে তিনি সারাকে বাছেন। কারণ, আনিসের মনে হয়েছে, সারা অত্যন্ত ভাল অভিনেত্রী। খবরে প্রকাশ, ইতিমধ্যেই সারাকে ছবির গল্প শুনিয়েছেন আনীস। গল্পটি সারার ভীষণই পছন্দ হয়েছে। সম্ভবত, আগামী বছরই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে। বর্তমানে, ‘পাগলপন্তি’-র প্রচারে ব্যস্ত আনিস। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি।
অন্যদিকে, ভিকির কথা বলতে গেলে -- ‘উরি’-খ্যাত অভিনেতাও কম ব্যস্ত নন। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ‘পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ’, ‘তখত’ ও ‘সর্দার উধম সিংহ’। সম্প্রতি, কর্ণ জোহরের দীপাবলি উৎসবে উপস্থিত ছিলেন সারা ও ভিকি।