কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক দেবারতি ভৌমিক (Debarati Bhowmick)। বাংলা সিনে দুনিয়ার পাঁচ নারীকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। কী নাম ছবির? কেমন হবে ছবির গল্প।
৫ নারীকে নিয়ে নতুন ছবির ঘোষণা দেবারতি ভৌমিকের
আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনটা আপনাকে ঠিক কতটা বিপদে ফেলতে পারে? কেড়ে নিতে পারে আপনার উপার্জিত টাকা পয়সা? সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। তাই সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ইচ্ছা নিয়ে মাঠে নেমেছেন নবীন পরিচালক দেবারতি ভৌমিক। 'কাঁটাতার'-এর পরে থ্রিলার ঘরানার দেবারতির দ্বিতীয় ছবি 'নজরবন্দি'।
আন্তর্জাতিক নারী দিবসে ৫ নারীকে নিয়ে নতুন ছবির ঘোষণা করলেন মহিলা পরিচালক দেবারতি ভৌমিক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মধুমিতা সরকার (Madhumita Sarkar), অনিন্দিতা বসু (Anindita Bose), রাজনন্দিনী পাল (Rajnandini Paul) ও সোহাগ সেন (Sohag Sen)। এই ছবির ইউএসপি হল ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে শুধু মহিলাদের নিয়েই, আর তাই মহিলা চরিত্রের বিষয়টা মাথায় রেখে পরিচালক এই ছবিতে একজনও পুরুষকে দেখাবেন না। অর্থাৎ সাইবার ক্রিমিনাল, ক্রাইমের ভিকটিম, এমনকী পুলিশ সকলেই মহিলা!
ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে চিত্রকরের ভূমিকায় অভিনয় করছেন। মধুমিতা আর রাজনন্দিনীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে, আর পুলিশের ভূমিকায় অনিন্দিতা বসুকে দেখা যাবে। সোহাগ সেন এই ছবিতে ঋতুপর্ণার মায়ের চরিত্রে রয়েছেন। চোরেদের মূল ষড়যন্ত্র তাঁকে ঘিরেই তৈরি হবে। তবে চোরেদের উদ্দেশ্য সফল হয় নাকি চিত্রকর সেখানে বাধ সাধবেন সেটা দেখার জন্য প্রেক্ষাগৃহে যেতে হবে।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন দেবারতি নিজেই। ছবির প্রযোজনার দায়িত্বে আছেন মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থা এবং রূপক চট্টোপাধ্যায়। ছবিতে থাকবে একাধিক অ্যাকশন দৃশ্য, গান, সম্পর্কের টানাপোড়েন আবার সেই সঙ্গে বিনোদনমূলক কমার্শিয়াল ছবির মালমশলাও। বাংলা ছবিতে শুধুমাত্র মহিলা চরিত্র নিয়ে এরকম পূর্ণ দৈর্ঘ্যের ছবি আগে হয়নি, তাই এই ছবি দেখতে দর্শক যে আগ্রহী হবেন এমনটাই মনে করছেন ছবির নির্মাতারা। পরিচালকের কথায়, "নজরবন্দি' আদ্যন্ত কমার্শিয়াল ছবি যে গল্প বলার জন্য আমি বেছে নিয়েছি মেয়েদের। প্রশ্ন উঠতে পারে শুধু মেয়েরাই কেন? কারণ ছবির দুর্দান্ত অ্যাকশন দৃশ্য হোক বা সম্পর্কের টানাপোড়েন, সবেতেই যে মেয়েরা ফুল মার্কস পেতে পারে, এটা বোঝানোর দায় একজন মহিলা পরিচালকই তো নেবে।" ছবির মুক্তি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।