অতসী মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: টালিগঞ্জের (Tollygunj) টেকনিশিয়ানদের (technician) একাংশের ডাকে কর্মবিরতি (work strike)। এর ফলেই থমকে গেল শ্যুটিং। কী দাবি জানাচ্ছেন টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানরা (electrician)?


কর্মবিরতির ডাক টালিগঞ্জের টেকনিশিয়ানদের


টালিগঞ্জে কর্মবিরতির ডাকে থমকে গেল শ্যুটিং। ইলেকট্রিশিয়ানদের দাবি, সামনেই তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। তাদের অভিযোগ, ভোটে দাঁড়াতে নিষেধ করেন কয়েকজন গিল্ড-কর্তা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ।


আগামী ২৩ জানুয়ারি তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। অভিযোগ, ভোটে মনোনয়ন জমা দেওয়ায় গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হচ্ছে কয়েকজন প্রার্থীকে। তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। 


আজকের জন্য একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। টালিগঞ্জের স্টুডিওপাড়ায় আজ নেই সেই চেনা ব্যস্ততা। সিনেমা থেকে সিরিয়াল সবকিছুর শ্যুটিংই আজ বন্ধ রাখা হয়েছে। টেকনিশিয়ানদের একাংশ, মূলত ইলেকট্রিশিয়ানদের তরফে জানানো হয়েছে যে সামনেই আসন্ন নির্বাচনের অংশ হতে তাঁদের বারণ করা হয়েছে। ভোটে দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। সেই কারণেই কর্মবিরতির ডাক। তাঁদের দাবি, তাঁরা নির্বাচিত সদস্য এবং তাঁরা এই ভোটে না দাঁড়ালে নিজেদের সুবিধা অসুবিধা জানাতে বা প্রকাশ করতে পারবেন না। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অপর অংশের। ফলে স্টুডিওপাড়া আজ একেবারেই অচল বলা চলে। 


ইলেকট্রিশিয়ানদের ছাড়া শ্যুটিং একপ্রকার অসম্ভব বলা চলে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি শ্যুটিং চলছিল। রাখী গুলজার অভিনয় করছেন বহু চর্চিত এই সিনেমায়। একাধিক সিরিয়ালের শ্যুটিং চলছিল যা বন্ধ হয়ে যায়। একটি বিজ্ঞাপনের শ্যুটিং থমকে যায়। তবে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে একটি মিটিংয়ের মাধ্যমে নিজেদের দাবি তাঁরা তুলে ধরবেন, কারণ কেউই চান না যে শ্যুটিং বন্ধ হয়ে থাকুক। সেই দাবি মেনে নেওয়া হলে আবার তাঁরা কাজে ফিরবেন বলে জানিয়েছেন। 


আরও পড়ুন: Hema Malini: রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন হেমা মালিনী


এই অবস্থায় কী প্রতিক্রিয়া পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের? তিনি বলেন, 'এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ কোনও সমস্যার কারণে তাঁরা কোথাও লোক পাঠায়নি, শ্যুটিং করা যাবে না। শীতকালে এমনিই দিনের ভাগ কম, তার ওপর রাখী দির মতো একজন সিনিয়র আর্টিস্ট মুম্বই থেকে কাজ করতে এসেছেন, সীমিত সময়ের জন্যই তাঁকে পাওয়া গিয়েছে। সেখানে শ্যুটিং আটকে যাওয়া মানে আমাদের কাছে অপরিসীম ক্ষতি।' এই সমস্যার এখন ভবিষ্যৎ কী হয়, নজর সেদিকেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।