পশ্চিমী দুনিয়ায় কাজ করার আগ্রহ নেই: আমির
Web Desk, ABP Ananda | 30 Aug 2016 07:35 AM (IST)
মুম্বই: তিনি চান, দেশের মধ্যেই কাজ করতে। বিদেশে পশ্চিমী দুনিয়ায় কাজ করার সেরকম ইচ্ছে বা আগ্রহ নেই তাঁর। এমনটাই জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইরফান খান, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন যে পথে হেঁটেছেন, তিনিও সেই পথে হাঁটবেন কি না। এই প্রশ্নের উত্তরে আমির জানান, এবিষয়ে তাঁর সেরকম একটা আগ্রহ নেই। বলেন, অতীতে হলিউড ছবিতে অভিনয়ের একাধিক প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় রাজি হননি তিনি। একমাত্র ভালো ছবিতেই তাঁর আগ্রহ। যে ছবি আমার হৃদয় ছুঁয়ে যায়, মনে হয় তাতে পারফর্ম করতে ভালো লাগবে, সে ছবিতেই একমাত্র রাজি হই। তবে হলিউডে অভিনয়ে আগ্রহ না পাওয়ার আরও একটি কারণ আছে আমিরের। তিনি বলেন, এদেশের দর্শকদের সঙ্গে একটা আত্মিক যোগ অনুভব করেন তিনি। কিন্তু বিদেশে সেটা নাও পেতে পারেন। তাই, আমেরিকা, চিন, জাপান থেকে কাজের অফার পেলেও রাজি হননি। আমির আরও বলেন, এই ইন্ডাস্ট্রিতে পুরুষতান্ত্রিক মানসিকতারও পরিবর্তন করা উচিত। পুরুষ বা নারী সেই ভেদে পে-স্কেল ঠিক করা উচিত নয়। পুরুষ-নারী নয়, কাজের নিরিখেই ঠিক করা হোক পে-স্কেল।