মুম্বই: আজ বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day)। বলিউডের বহু তারকাই অভিনয় জীবন শুরু করেছেন থিয়েটার দিয়ে। তাঁদের মধ্যে একজন আয়ুষ্মান খুরানা। বলা হয়, যাঁরা থিয়েটারে অভিনয় করে রুপোলি পর্দায় আসেন, তাঁদের অভিনয় দক্ষতা স্বাভাবিকভাবেই বেশি হয়। আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই অনুরাগী থেকে দর্শকদের। বরং ছক ভাঙা এমন সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেছেন, যা সহজে অন্য কোনও অভিনেতা করতে চাইবেন না। সে 'ভিকি ডোনর'-এর মতো ছবি হোক কিংবা 'বালা', অথবা 'চণ্ডীগড় করে আশিকি'। প্রতিটা ছবিতেই ছক ভাঙা কোনও বিষয়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান খুরানা। আজ থিয়েটার দিবসে থিয়েটারে অভিনয় করার প্রসঙ্গ নিয়ে এক সাক্ষাৎকারে নানা অনুভূতি এবং অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।
কলেজ জীবনে বছর পাঁচেক থিয়েটারে চুটিয়ে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। বেশ কিছু থিয়েটার গ্রুপের ফাউন্ডার মেম্বারও তিনি। আজ বিশ্ব থিয়েটার দিবসে অভিনেতা জানালেন যে, তাঁর অভিনয় শুরু হয়েছিল পথনাটিকা দিয়ে। আর সেই সমস্ত পথনাটিকার মাধ্যমেই তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অভিনয়ের ক্ষেত্রে। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা বলেন, 'পথনাটিকা আমার আত্মবিশ্বাসটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি যে মানুষকে বিনোদন দিতে পারি, সেই বিশ্বাসটা আমার মধ্যে এসেছে পথনাটিকার মাধ্যমে। ভয়হীনভাবে পারফর্ম করার ক্ষেত্রে পথনাটিকা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।'
আরও পড়ুন - Mira Kapoor: যেন পেশাদার মডেল, র্যাম্পে হেঁটে তাক লাগালেন শাহিদ-পত্নী মীরা
তিনি আরও বলেন, 'থিয়েটার থেকে অনেক অনেক কিছু শিখেছি। থিয়েটার আমার অভিনয়ের ভয় ভাঙিয়েছে। আমাকে মানুষকে বিনোদন দিতে শিখিয়েছে। কীভাবে দর্শকের সঙ্গে একাত্ম হতে হয়, তা আমাকে শিখিয়েছে থিয়েটার। কী ধরনের চরিত্র আমি নিজের জন্য বেছে নেব, তার ধারণাটাও আমার এসেছে এই থিয়েটার থেকেই। থিয়েটারের প্রতি আমার যে সম্মান আর শ্রদ্ধা তা বলে শেষ করা যাবে না। যখনই আমি সুযোগ পাই চেষ্টা করি সেরা পারফরম্যান্সগুলো দেখে শেখার।'
আয়ুষ্মান খুরানাকে শীঘ্রই দেখা যাবে অনুভব সিনহার 'অনেক' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ডক্টর জি', 'অ্য়াকশন হিরো' এবং আরও বেশ কিছু ছবি।