বিয়ের দিনও শ্যুটিং করছিলেন স্মৃতি, বললেন একতা কপূর
ABP Ananda, web desk | 29 Jun 2017 10:13 AM (IST)
নয়াদিল্লি: একতা কপূরের 'কিউঁকি সাস ভি কভি বহু থি'-র সৌজন্য ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল স্মৃতি ইরানির নাম। টিভি সিরিয়ালের সেই অভিনেত্রী স্মৃতি আজ কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তাতে তো স্মৃতির সঙ্গে সম্পর্কের কোনও বদল হয়নি! স্মৃতির সঙ্গে ফের কাজ করতে চান একতা। তিনি বলেছেন, ওর সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলে দারুন লাগত। একতা জানিয়েছেন, তিনি স্মৃতিকে বলেছিলেন যে, অনন্ত একবার ফের পর্দায় এসো। 'মনিবেনডটকম' ও 'ইয়ে হ্যায় জলওয়া'-তে স্মৃতিকে শেষবার দেখা গিয়েছিল। তাঁর নয়া শো 'কুণ্ডলী ভাগ্য'-র প্রোমোশন অনুষ্ঠানে একতা জানিয়েছেন, স্মৃতি গতমাসে তাঁর অফিসে এসেছিলেন। পুরো অফিসটাই তাঁর সঙ্গে দেখা করতে ছুটে এসেছিল। বন্ধু হিসেবে একতা চান, স্মৃতি আরও অনেক উঁচুতে উঠুন। কারণ, কাজের প্রতি স্মৃতির নিষ্ঠা অসাধারণ। একতা আরও বলেছেন, এ কথা অনেকেই জানেন না যে, নিজের বিয়ের দিনও শ্যুটিং করেছিলেন স্মৃতি। 'কিউঁকি সাস ভি কভি বহু' হবে, আর 'তুলসী' থাকবে না, এটা হতে পারে না। এটা জানা ছিল স্মৃতির। তাই বিয়ের দিনও ও শ্যুটিং করে গিয়েছিলেন।