মুম্বই: তিনি নিজে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন ২০১৫ সালে, তাই এই রোগ সম্পর্কে ভালো ভাবেই জানেন। আর সে জন্যই চান তাঁর চরম শত্রুরও যেন এই রোগ না হয়। এমনই কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন সোনম কপূর। চীনের গবেষণায় সম্প্রতি ধরা পড়েছে যে, ২০০৯ সাল থেকে একটি ফ্লু স্ট্রেনের খোঁজ পেয়েছেন ডাক্তাররা, যা অতিমারী ঘটাতে সক্ষম। তারই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এহেন প্রতিক্রিয়া সোনমের। বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘একবার সোয়াইন ফ্লু হয়েছিল। যন্ত্রণা এর জন্য যে কী মারাত্মক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে সে আমিই জানি। আর সে জন্যই চাই আমার কোনও শত্রুকেও যেন এ রোগ ভোগ করতে না হয়।‘
চীনের গবেষকরা সম্প্রতি জানিয়েছেন যে ২০০৯ সাল থেকে একটি সোয়াইন ফ্লু ভাইরাসের আনাগোনা শুরু হয়েছে যা এইচ-ওয়ান-এন-ওয়ান মহামারী ঘটিয়েছিল। গবেষণা সংক্রান্ত পেপারটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর পত্রিকায়।
২০১৫ সালে গুজরাতে সলমন খানের বিপরীতে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শ্যুটিং করতে গুজরাত গিয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন সোনম ।এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে মুম্বই নিয়ে আসা হয়। চিকিৎসা হয় স্টারলিং হাসপাতালে। সোনমের সেই স্মৃতিই উস্কে দিয়েছে চীনের নয়া গবেষণা থেকে বেরনো চাঞ্চল্যকর তথ্য।
একবার হয়েছিল, খুব কষ্ট, চরম শত্রুরও যেন না হয়! ‘অতিমারী ঘটানোর শক্তিবাহী’ নতুন ফ্লু নিয়ে বললেন সোনম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 05:58 PM (IST)
চীনের গবেষকরা সম্প্রতি জানিয়েছেন যে ২০০৯ সাল থেকে একটি সোয়াইন ফ্লু ভাইরাসের আনাগোনা শুরু হয়েছে যা এইচ-ওয়ান-এন-ওয়ান মহামারী ঘটিয়েছিল। গবেষণা সংক্রান্ত পেপারটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর পত্রিকায়।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -