বার্লিন: বার্লিনের রাস্তায় ট্রাক হামলায় জড়িত সন্দেহভাজন আততায়ীর নাম ঘোষণা করল জার্মান প্রশাসন।


জানা গিয়েছে, সন্দেহভাজন আততায়ীর নাম আনিস আমরি। বয়স ২৪। জন্মসূত্রে তিউনিসীয়। তার মাথার ওপর ১ লক্ষ ইউরো পুরস্কার ঘোষণাও করা হয়েছে। একইসঙ্গে, সকলকে সতর্কও করে বলা হয়েছে, আততায়ী সশস্ত্র ও ভয়ঙ্কর হতে পারে।


এর আগে, আইএস ঘনিষ্ঠ আমাক নিউজ এজেন্সির তরফে দাবি করা হয়, ইসলামিক স্টেটের এক যোদ্ধা বার্লিনের হামলা চালিয়েছে। সাম্প্রতিককালে সিরিয়া, ইরাক ও লিবিয়ায় জেহাদি লড়াইয়ে আইএস-এর জঙ্গি সরবরাহকারী অন্যতম দেশ হিসেবে উঠে এসেছে তিউনিসিয়ার নাম।


প্রসঙ্গত,গতকাল বার্লিনের রাস্তায় ক্রিসমাসের বাজারে আগত মানুষের মধ্যে একটি ৪০-টনের ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়।