মুম্বই: আজ বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) এবং তাঁর পরিচালক স্বামী আদিত্য ধর (Aditya Dhar) প্রথম বিবাহবার্ষিকী পালন করছেন। গত বছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কাকপক্ষীতেও তাঁদের সম্পর্কের কথা জানতে পারেনি, বিয়ের খবর তো অনেক দূর। শেষে ইয়ামি গৌতম নিজেই বিয়ের ছবি পোস্ট করে সুখবরটা শেয়ার করেন। হিমাচল প্রদেশে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। শোনা যায়, 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির সময় থেকেই পরিচালক আদিত্য ধরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতমের। ছবিও হিট। তার সঙ্গে তাঁদের সম্পর্কও। আজ প্রথম বিবাহবার্ষিকীতে মেহেন্দি থেকে বিয়ের নানা অদেখা ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী।


ইয়ামি - আদিত্যর প্রথম বিবাহবার্ষিকী-


অনেকেই জানেন না, 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির সময় থেকেই সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের। কিন্তু সম্পর্ক নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। বিয়ে না হওয়া পর্যন্ত কেউই দুই তারকার সম্পর্কের কথা জানতে পারেননি। বিয়ে মিটতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করেন ইয়ামি গৌতম। আর তাতেই চোখ কপালে ওঠে অনুরাগী থেকে অন্যান্য তারকাদের। বিয়েতে মায়ের লাল বেনারসিতে সেজেছিলেন ইয়ামি। আদিত্যর পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি।



এদিন প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যাতে মেহেন্দি থেকে বিয়ের নানা ক্যামেবন্দি মুহূর্ত ভিডিও আকারে ফুটে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে, ইয়ামি মেহেন্দি পরছেন। আর তাঁর কপালে পড়া চুল সরিয়ে দিচ্ছেন আদিত্য। আবার কোথাও বিয়ের মন্ত্র পাঠ করছেন দুজনে। ভিডিও পোস্ট করে ইয়ামি তাঁর স্বামী আদিত্যকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একবার 'দ্য কপিল শর্মা শো'-তে এসে ইয়ামি গৌতম জানিয়েছিলেন যে, তাঁর এবং আদিত্য ধরের সম্পর্কে কেউ কাউকে প্রোপোজ করেনি। 


আরও পড়ুন - Mimi Chakraborty: নীল পোশাকে সমুদ্রে জলকেলি মিমির, ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা


অন্যদিকে, ইয়ামি গৌতমকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'দশভি' এবং 'আ থার্সডে ছবিতে। সামনেই মুক্তি পাবে তাঁর একাধিক ছবি।