মুম্বই: নেট দুনিয়ায় চমক লাগল যখন বিয়ের পোশাকে স্বামীর সঙ্গে ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। 'উরি' পরিচালক আদিত্য ধরের সঙ্গে চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী। 'কাবিল', 'উরি', 'বালা'র মতো একাধিক হিট ছবিতে অভিনয় করে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন ইয়ামি গৌতম। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে জানালেন 'উরি' ছবিটি যদি বক্স অফিসে সফল না হত, তাহলে কী পরিকল্পনা ছিল পরিচালক আদিত্য ধরের?
'উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে ডেবিউ করেন আদিত্য ধর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। বিপরীতে দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহিত রায়না এবং কীর্তি কুলহারি। ছবিতে ইয়ামি গৌতমকে একজন আন্ডারকভার র এজেন্ট হিসেবে দেখা গিয়েছে। মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সাফল্যের সঙ্গে প্রশংসিত হয় ছবির অভিনেতাদের পারফরম্যান্সও। কিন্তু যদি ছবিটি ফ্লপ হত, তাহলে কী করতেন আদিত্য ধর? ইয়ামি বলছেন, 'আমি ছবি মুক্তির আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে, স্নায়ুচাপ লাগছে কিনা। ও বলেছিল, ওর নিজের জন্য নয়, ছবির সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য মানুষদের জন্য ওর নার্ভাস লাগছে। কারণ, ছবির পরিচালক হিসেবে তো ওর একটা দায়িত্ব রয়েছে। প্রথমত ভারতীয় সেনাবাহিনীর জন্য। কারণ, তাঁরা ওকে বিশ্বাস করেছিলেন এমন একটা ছবি তৈরি করার জন্য। অন্যদিকে প্রযোজন রনি স্ক্রুওয়ালা, যিনি ডেবিউ করা এক পরিচালকের ছবিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।'
আরও পড়ুন - Salman Khan Marriage: কেন এখনও বিয়ে করেননি সলমন খান? রহস্য ফাঁস করলেন ভগ্নিপতী আয়ুষ
ইয়ামি আরও বলেন, 'যদি ছবিটি বক্স অফিসে সাফল্য না পেত, তাহলে প্রত্যেকের এক একটা পয়সা ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল আদিত্যর।' কিন্তু পরবর্তীকালে ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। জানা যাচ্ছে, ২৪৫ কোটি টাকার বক্স অফিস কালেকশন হয়েছিল ভিকি কৌশল, ইয়ামি গৌতম অভিনীত 'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। সেরা পরিচালক হিসেবে এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন আদিত্য ধর।