আগরতলা: ত্রিপুরায় (Tripura) পুরভোটের প্রাথমিক ট্রেন্ডে এখনও পর্যন্ত আগরতলা (Agartala) পুরসভায় ঘোষিত সবকটি আসনেই জয়ী বিজেপি। যেখানে বামেরা (CPIM) প্রার্থী দেয়নি, মূলত সেখানে তৃণমূলের (TMC) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গেরুয়া শিবিরের (BJP)। এই প্রেক্ষাপটে পদ্ম শিবিরকে অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি টুইটে বলেন, "এই বিপুল জয়ের জন্য ত্রিপুরা বিজেপিকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও আন্তরিক অভিনন্দন। আগরতলা কর্পোরেশন ও অন্যান্য নগর পঞ্চায়েত, পুরসভায় বিপুল জয়। বাংলার দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিস্ত তোলামূল পার্টিকে মুছে দেওয়ার জন্য ত্রিপুরার জনগণকে আন্তরিক অভিনন্দন।" 



এদিকে, কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ত্রিপুরায় পুরভোটের গণনা। সন্ত্রাসের প্রতিবাদে গণনা কেন্দ্রে এজেন্ট দিতে অস্বীকার করেছে বামেরা। পুলিশি নিরাপত্তায় আগরতলা কর্পোরেশনে গণনা কেন্দ্রে যান তৃণমূলের এজেন্টরা। অন্যদিকে, ত্রিপুরার ১৬টি গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তর নিরাপত্তা। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস ও রাজ্য পুলিশ। কাউন্টিং হলের মধ্যে রয়েছে CRPF। কাউন্টিং হল থেকে গণনা কেন্দ্রের বাইরে পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে BSF ও CRPF। আগরতলা কর্পোরেশন, ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার। তার মধ্যে ৭টিতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। ভোটের আগেই ১১২টি আসনে বিনা লড়াইয়ে জিতে যাওয়ায় ৫টি পুরসভা ও ২টি নগর পঞ্চায়েত ইতিমধ্যেই হাতে এসেছে গেরুয়া শিবিরের। 


অন্যদিকে, ত্রিপুরায় (Tripura) ফুটল ঘাসফুল। আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় তৃণমূলের (TMC)। এখানে বামেদের দখলেও একটি আসন গিয়েছে। তবে পুর পরিষদ বিজেপির (BJP) দখলে গিয়েছে।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর অন্য রাজ্যে জমি শক্ত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল। এরইমধ্যে ত্রিপুরা ও গোয়ায় সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দল। বিশেষ করে, ত্রিপুরায় পুরভোটে (Tripura Municipal Election 2021)বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস।