কলকাতা: ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর দীর্ঘ ১১ বছর ধরে তাঁর ঝুলিতে এসেছে একের পর এর হিট ছবি। আর এবার প্রথম ছবি 'ভিকি ডোনার'নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি তিনি জানান,'ভিকি ডোনার' তাঁর প্রথম ছবি, সেইসময় তিনি শুধুই বলিউডে টিকে থাকতে চেয়েছিলেন। তাই প্রথম ছবির আকাশছোঁয়া সাফল্য়ও তিনি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন নি। অভিনেত্রী আরও বলেন, প্রত্য়েক মানুষের উচিত সে কী চায় তার ওপর ফোকাস করা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ইয়ামি অভিনীত ছবি 'চোর নিকাল কে ভাগা' যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'লস্ট' ছবিতেও দেখা মিলেছিল ইয়ামির। অনিরুদ্ধর এই তদন্তমূলক ড্রামায় ইয়ামি ছাড়াও অভিনয় করেছিলেন পঙ্কজ কপূর, রাহুল খন্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী এবং তুষার পাণ্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। তদন্তমূলক ড্রামা হলেও এই ছবিতে রয়েছে সম্পর্কের গল্প। কলকাতা ছাড়া পুরুলিয়াতেও শ্যুটিং করেছেন অনিরুদ্ধ।
আরও পড়ুন...
'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় ভাগে থাকছেন না অক্ষয় কুমার, তাঁর বদলে কে?
প্রসঙ্গত জানা যাচ্ছে, ইয়ামি অভিনীত থ্রিলার ধর্মী ছবি 'A Thursday'র সিক্য়ুয়েল আসতে চলেছে শীঘ্রই। ইয়ামির পাশাপাশি অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া,অতুল কুলকার্নি, ডিম্প ল কাপাডিয়া সহ একাধিক নামীদামী অভিনেতা। এবারও সামাজিক কোনও ইস্য়ুকে ভিত্ততি করে তৈরি হবে এই ছবি। তবে এই ছবিতেই কি দেখতে পাওয়া যাবে ইয়ামি গৌতম কে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও ছবিটির সঙ্গে যুক্ত কেউই এই খবরটি নিশ্চিত করেননি।
এই ছবিতে ইয়ামি গৌতমকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার ভূমিকায় দেখা গেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন,'সিনেমা এমন একটি শক্তিশালী মাধ্যম, যদি আপনি সুযোগ পান,যদি আপনি এমন একটি স্ক্রিপ্ট পান যা আপনাকে দর্শক হিসাবে আকৃষ্ট করে। আমি যখন 'A Thursday'র স্ক্রিপ্ট পড়েছিলাম তখনই এই চরিত্রটির গুরুত্ব বুঝেছিলাম। আমি যে কটি ছবিতে কাজ করেছি, তার মধ্য়ে এই ছবির চরিত্রটি অন্য়তম।
ইয়ামির অনুরাগীরা জানবেন, আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা তিনি।বলিউডের পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন তিনি। তাতে অবশ্য তাঁর কাজের ধারায় ছেদ পড়েনি।একের পর এক চরিত্রে দুরন্ত অভিনয় করে গিয়েছেন ইয়ামি। হৃত্বিক রোশনের বিপরীতে 'কাবিল'-এ তাঁর অভিনয় সমানতালে নজর কেড়েছে দর্শকদের।'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এ ধুরন্ধর 'র' এজেন্টের চরিত্রেও সমান সাবলীল ছিলেন ইয়ামি।