মুম্বই: তিনি বলিউডে পা রেখেছিলেন বাঙালি পরিচালক সুজিত সরকারের 'ভিকি ডোনর' ছবি দিয়ে। সেই ছবিতে এক বাঙালি মেয়ে, অসীমা রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য লাভ করেছিল। সেই থেকেই বোধ হয়, বাঙালি সংস্কৃতি, খাবার এবং কলকাতার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।
'ভূত পুলিশ' অভিনেত্রী সম্প্রতি কলকাতার বুকে শ্যুটিং সারলেন তাঁর নতুন ছবি 'লস্ট'-এর। এই ছবির পরিচালনায় জাতীয় পুরস্কার প্রাপ্ত অপর বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর বাঙালি সংস্কৃতি এবং এখানকার মানুষের প্রতি ভালবাসা নিয়ে মুখ খুললেন।
ছবির সম্পর্কে ইয়ামি বলেন, "লস্ট" ছবিটি বেশ অনেকগুলি কারণে আমার কাছে স্পেশাল। তার অন্যতম কারণ হচ্ছে এমন স্ক্রিপ্ট আমি সাম্প্রতিককালে খুব একটা পাইনি। তাছাড়া আমি কলকাতায় শ্যুটিং করার সুযোগ পেয়েছি, তাও আবার টোনি দা (অনিরুদ্ধ রায় চৌধুরি)-এর মতো দারুণ পরিচালকের সঙ্গে। এই শেষ দুটি কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলিই আমাকে উন্নতি করতে সাহায্য করেছে।'
কলকাতায় শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, 'কলকাতায় অন লোকেশন শ্যুট করেছি আমরা। প্রচণ্ড আর্দ্র আবহাওয়া ছিল এবং সেই অবস্থায় শ্যুটিং চালিয়ে যাওয়া খুব একটা সহজ ছিল না। কিন্তু যখন আমি কলকাতার কথা মনে করি, শহরটা কতটা প্রাণশক্তিতে ভরপুর সেই কথাই মনে পড়ে। মানে কলকাতা ঠিক মুম্বইয়ের মতো নয়, সেখানে লোকজন সারাক্ষণ ছুটছে না। ওই শহরটার একটি নিজস্ব ধীর গতি আছে, তবুও শহরটি এত প্রাণবন্ত, চনমনে।'
তিনি জানাচ্ছেন, কলকাতার একটা পুরনো শহুরে সত্ত্বা আছে। তবুও তাঁর মতে কলকাতা যথেষ্ট আধুনিক, ব্যস্ত, শহুরে। তিনি বলেন, 'এই শহরের সরু গলি আপনাকে পুরনো কলকাতার গল্প বলবে, আবার বড় বড় ফ্লাইওভার দেখে শহরটা কতটা আধুনিক বুঝতে পারবেন। এবং অবশ্যই কলকাতার লোকজনের কথা বলতেই হবে। বিশেষত আমাদের পরিচালক টোনি দা ও তাঁর স্ত্রী ইন্দ্রানী ম্যাম।'
'লস্ট' ছবির শ্যুটিংয়ের সময়ে তাঁর প্রিয় খাওয়ার কী স্মৃতি রয়েছে? তার উত্তরে অভিনেত্রী বলেন, 'গোটা শিডিউলটা আমি টোনি দার বাড়ি থেকে আসা 'ঘরের খাবার' খেয়েছি। ইন্দ্রানী দি আমার জন্য, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, পাতুরি আনতেন, মানে মোটামুটি যা বাঙালি বাড়িতে পাওয়া যায়।' তাঁর মতে, ভালবাসা দিয়ে তৈরি সেসব খাবার টাকা দিয়ে কোনও রেস্তোরাঁয় কিনতে পাওয়া যাবে না। হাসি মুখে অতিথিদের খাওয়ানোর যে একটা রেওয়াজ বাঙালি বাড়িতে আছে সেটা অদ্ভূত আনন্দ দেয়।
'এছাড়াও আমি কলকাতায় থাকাকালীন প্রচুর মিষ্টি খেয়েছি। আমাদের বিয়ের পর, আমার আর আদিত্যর জন্য টোনি দা ও ইন্দ্রানী দি বাক্স করে মিষ্টি পাঠিয়েছিলেন, ঠিক মা-দিদির মতো। ওঁরা আমার পরিবারের মতোই।'
চলতি বছরের ৪ জুন, ইয়ামি গৌতম ও জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আদিত্য ধর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 'লস্ট' ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও পঙ্কজ কপূর, নীল ভূপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডেকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে।