মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নিজের আসন্ন ছবির কথা খোলসা করলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। জানা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবির নাম 'লস্ট'। এই ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরি। আর ছবির চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত এবং রীতেশ শাহ।
'লস্ট' ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও অভিনয় করতে দেখা যাবে বলিউডের আরও বেশ বড় কিছু নামকে। সেই তালিকায় রয়েছেন পঙ্কজ কপূর, রাহুল খন্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী এবং তুষার পাণ্ডে।
ছবিটি যৌথভাবে তৈরি করেছে জি স্টুডিও এবং নমহ্ পিকচার্স। ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে কলকাতায়। আর এই ছবিতে ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়।
'লস্ট' ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি বলেছেন, 'ছবির মূল বিষয়বস্তু তদন্তমূলক ড্রামা। কিন্তু, সেটাই সুন্দর করে বাঁধতে গিয়ে তাতে একে-একে এসে পড়েছে কাজের প্রতি দায়বদ্ধতা, অঙ্গীকার, ভরসা করা এবং একে অপরের হাত ধরে সাহায্য করে এক সুন্দর পৃথিবী গড়ে তোলা।'
অনিরুদ্ধ বলেন, 'আমি যখনই কোনও ছবি বানাই, প্রথম লক্ষ্য থাকে, তা যেন সামাজিক হয়। আমাদের চারপাশের মানুষ যে ছবির সঙ্গে একাত্ম হতে পারবে, তেমন কিছুই বানানোর চেষ্টা করি। লস্ট-ও তেমন একটা ছবি হতে চলেছে, যা আসলে ইমোশনাল থ্রিলার। যা মানুষকে সহমর্মিতার কথা মনে করাবে।'
জি স্টুডিওর পক্ষ থেকে শারিক পটেল বলেছেন, 'নমহ্ পিকচার্সের সঙ্গে কাজ করতে পেরে আমাদের বেশ ভাল লাগছে। এমন একটা চিত্রনাট্য নিয়ে ছবিটা করা হয়েছে, যা একেবারে টানটান রাখবে দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা বিশ্বাস করি, অনিরুদ্ধ রায়চৌধুরি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে ছবিটিকে অতুলনীয় করে উপস্থাপনা করবেন। ইয়ামি গৌতমকেও এমন একটা দারুণ চরিত্রে অভিনয় করতে দেখার জন্য মুখিয়ে রয়েছি। সকলে মিলে দেখার মতো ছবি যেমন হয়, তেমনই হতে চলেছে 'লস্ট'। এই ছবিটি আসলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো। আশা করি, দর্শকদের ভাল লাগবে।'