রঞ্জিত সাউ ও প্রকাশ সিনহা, কলকাতা: চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাইয়ের অভিযোগ। নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃত সুদীপ্ত সরকার হাতিয়াড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেয় সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক। অভিযোগ, গত ১০ জুন চাকরি দেওয়ার নামে তাঁকে নিউটাউনে ডেকে পাঠিয়ে, ভুল বুঝিয়ে বাইকের চাবি হাতিয়ে নেয় অভিযুক্ত। প্রাথমিকভাবে নিজে খোঁজ করার পরও কোনও খোঁজ না পেয়ে শেষমেশ গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। তার ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। আজ তাঁকে তোলা হয় বারাসত আদালতে।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইট খুলে চাকরি আছে বলে বিজ্ঞাপন দেয় এই দুষ্কৃতী। সেই বিজ্ঞাপন দেখে সুদীপ্ত মণ্ডল নামে বরাহনগরের ওই বাসিন্দা যোগাযোগ করেন। এর পর তাঁকে নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সামনে আসতে বলা হয়। সেই মতো ১০ জুন বিকেলে কনভেনশন সেন্টারের সামনে আসেন ওই ব্যক্তি তখন ওই দুষ্কৃতী তাঁকে জানান, এই গেটে নয় পিছনের গেটে যেতে হবে। বাইক ওই জায়গায় থাকলেও কোনও অসুবিধে নেই বলেও আশ্বাস্তও করা হয় ওই যুবককে।
এর পর কথা মতো পিছনের গেটে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই যুবককে জানানো হয় ওই জায়গায় বাইক রাখা যাবে না, সরাতে হবে। অভিযোগকারীর কাছ থেকে বাইকের চাবি চায় দুষ্কৃতীরা। সেই বাইক আনতে যাওয়ার নাম করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর প্রায় ১ মাস বাইকের খোঁজে এলাকায় ঘুরে বেড়ান ওই যুবক। বাইক না পেয়ে অবশেষে গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুদীপ্ত সরকারকে। উদ্ধার হয়েছে বাইকও। আজ অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।