মুম্বই: দুবছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল জনপ্রিয় বলিউড ছবি 'বালা' (Bala)। এই ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতম (Yami Gautam) এবং ভূমি পেড়নেকর। 'বালা' ছবির দু'বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি নির্মাতারা যে তাঁকে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন, তার জন্য নির্মাতাদের ধন্যবাদও জানিয়েছেন ইয়ামি।


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইয়ামি গৌতম 'বালা' ছবির দুটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'আমার কেরিয়ারে বালা ছবিটি খুবই উল্লেখযোগ্য হয়ে থাকবে চিরকাল। ছবির শ্যুটিংয়ের প্রথম দিনের কথা আজও মনে রয়েছে আমার। যেখানে আমাকে বলতে দেখা যাবে 'আমার স্বামীর মাথায় চুল নেই!' এই দৃশ্যে অভিনয় করার সময় আমি খুবই নার্ভাস ছিলাম। অমর কৌশিক জি-র কাছে আমি কৃতজ্ঞ। ওই দৃশ্যে অভিনয় করার সময় যখন আমার মধ্যে নার্ভাসনেস কাজ করছিল, তখন তিনিই আমাকে সাহস দেন। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যে, এরকম একটা কঠিন দৃশ্য় দিয়ে কেন তিনি ছবির শ্যুটিং শুরু করছেন? কেন তিনি এর থেকে সহজ কোনও দৃশ্য দিয়ে শ্যুটিং শুরু করছেন না। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছিলেন তাঁর উপর বিশ্বাস রাখতে এবং শ্যুটিং শুরু করতে। আর হ্যাঁ, তিনিই ঠিক ছিলেন। আমি প্রথম টেক দিই। ছবির চরিত্র পরীর যেমন স্বরে কথা বলার দরকার ছিল ওই সিনে, সেভাবেই শ্যুটিং শুরু করি। আর এভাবেই দেখতে দেখতে পুরো ছবির শ্যুটিং হয়ে যায়।'


আরও পড়ুন - Vicky Kaushal: বেয়ার গ্রিলসের সঙ্গে এবার অ্যাডভেঞ্চারে ভিকি কৌশল, কবে দেখা যাবে অনুষ্ঠানটি?


ইয়ামি গৌতম আরও লিখছেন, 'দেখতে দেখতে বালা-র দু'বছর পূর্তি হয়ে গেল। ছবির শ্যুটিংয়ের প্রতিটা মুহূর্ত আমার মনে আজও বিশেষ জায়গায় রয়েছে। ছবিতে অমর, দীনেশ, আয়ুষ্মান, ভূমির মতো একঝাঁক প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। ছবির চিত্রনাট্য ছিল অসাধারণ। আমি বিশেষ ধন্যবাদ জানাবো সৌরভ স্যর, সীমা ম্যাম, জাভেদ জাফরি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।' 'বালা' ছবির শ্যুটিং করার নানা স্মৃতি এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেছেন ইয়ামি গৌতম।


প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে শেষবার 'ভূত পুলিশ' ছবিতে দেখা গিয়েছে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সেফ আলি খান, অর্জুন কপূর, জ্য়াকলিন ফার্নান্ডেজের মতো অভিনেতারা। এই মুহূর্তে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। পাশাপাশি বিয়ের পর প্রথম করবা চৌথ এবং দীপাবলি স্বামীর সঙ্গে উপভোগ করেছেন ইয়ামি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করেছেন।