লন্ডন : প্রত্যেকদিন কত-শত শব্দ স্রোতে ভাসি আমরা। যার মধ্যে কিছু শব্দ হয়ে ওঠে দৈনন্দিন দিনযাপনের অঙ্গ। তেমনই রোজের কথায় চলে আসা শব্দ নিয়ে বছরের সেরা শব্দ-র তকমা দিয়ে থাকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (Oxford English Dictionary)। গোটা বছরে সবথেকে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দকে তারা দিয়ে থাকে বছরের সেরা শব্দ (Word of the year) তকমা। ২০২১ সালে যে তকমা পেল ভ্যাক্স (Vax)। হ্যাঁ, অতিমারীর যুগে মানবজীবনে জুড়ে যাওয়া ভ্যাকসিনকে (Vaccine) ছোট করে যেভাবে ব্যবহৃত হয়, সেটার মাথায় জুড়েছে বর্ষসেরা শব্দের তকমা। 


কতটা বেশি ব্যবহৃত হয়েছে শব্দটা। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির দেওয়া হিসেব বলছে, সেভাবে ব্যবহৃত না হওয়া ভ্যাক্স শব্দটিই গত বছরের তুলনায় প্রায় ৭২ গুণ বেশি ব্যবহার করেছেন মানুষ। ইংরেজি সাহিত্যে ভ্যাকসিন শব্দ অন্তর্ভুক্ত হয়েছিল ১৭৯৯ সালে। ল্যাটিন শব্দ ভ্যাকা (Vacca) থেকে যা অন্তর্ভুক্ত হয়। যে শব্দের একটি অর্থ গরু। পদার্থবিদ-গবেষক এডওয়ার্ড জেনারের স্মল পক্সে টিকা আবিষ্কারের হাত ধরে বদলে গিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামো। আর সেই সুবাদেই ক্রমে শব্দকোষে ঢুকে পড়ে শব্দটি।


প্রসঙ্গত, গতবছর নির্দিষ্ট কোনও শব্দকে বেছে নেওয়া হয়নি। লকডাউন ও প্যান্ডেমিক ছিল যথাক্রমে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ। তবে এই বর্ষসেরা শব্দের খেতাবের রেওয়াজ গত কয়েকবছরে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর তা হয়েছে সেলফি-র হাত ধরে। জীবনযাপনের অঙ্গ সেলফিকে (Selfie) ২০১৩ সালে বর্ষসেরা শব্দের তকমা দিয়েছিল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ২০১৫ সালে এখনও দৈন্দদিনের চ্যাটে ব্যবহৃত ইমোজি টিয়ার্স অফ জয় (Emoji Tears of Joy), ২০১৬ সালে পোস্ট-ট্রুথ (Post-Truth) ২০১৭ সালে ইয়ুথকোয়েক (Youthquake) বা যুবজাগরণ, ২০১৮ সালে টক্সিক (Toxic), ২০১৯ সালে ক্লাইমেট এমার্জেন্সি (Climate Emergency) বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছিল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।


আরও পড়ুন- ফেসবুকের বিরুদ্ধে বড় অভিযোগ, হতে পারে মামলা