কলকাতা: কলকাতায় এখনও তেমন ঠাণ্ডা পরেনি। আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও, পাখার হাওয়া মন্দ লাগছে না। আর শীত পোশাক পরার তো প্রশ্নই নেই। তবে সদ্য ভাগ করে নেওয়া ছবিতে নুসরত জাহান ও যশ দাশগুপ্তর গায়ে দেখা গেল শীতের পোশাক।দুজনে একই সময়ে ছবি আপলোড করে একই সুরে লিখলেন, 'শীত আসছে'। একসঙ্গে ফ্রেম শেয়ার না করলেও, দুজনের ছবির প্রেক্ষাপটও এক্কেবারে একরকম।


একই সময়ে নুসরত ও যশ আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন। দুজনের গায়েই শীতপোষাক। পিছনে জমাট বরফ। ক্যাপশানেও মিল রয়েছে। দুজনের গায়েই দেখা গেল শীতপোশাক। নুসরত আর যশ দুজনেই লিখলেন, 'শীত আসছে।'


গতকাল অর্থাৎ শনিবার সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। শেয়ার করলেন বিমানযাত্রার ছবিও। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সে কথা লেখেননি কিছুই।


যশ এবং নুসরত দুজনেই এখন ব্যস্ত আলাদা আলাদা ছবির শ্যুটিংয়ের কাজে। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শ্যুটিং করছেন নুসরত। অন্যদিকে সদ্য এনা সাহার সঙ্গে 'চিনেবাদাম' ছবির কাজ শেষ করেছেন যশ। কেবল বাকি রয়ে গিয়েছে একটা গানের শ্যুটিং। সূত্রের খবর, সেই শ্যুটিং শেষ করতেই লক্ষ্মীপুজোর পরেরদিন কাশ্মীরে উড়ে গিয়েছেন যশ। সেই সফরেই কী তাঁর সঙ্গে হয়েছিলেন নুসরত? উত্তর অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় বিমান পর্যন্ত যাওয়ার পথ (এরোড্রাম) এবং বিমানবন্দরের বাস (এরোবাস) -এর ছবি পোস্ট করেছেন নুসরত। আন্দাজ করা যায়, বিমানেই দূরে কোথাও পাড়ি দিয়েছেন তিনি। তবে কোনোও ছবিতেই দেখা মেলেনি একরত্তি ঈশানের।


অন্যদিকে গতকাল ফের সোশ্যাল মিডিয়ায় নিজের ২টি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। মুখে সাজসজ্জার চিহ্ন নেই, কিন্তু যেন ঝলমল করছেন নায়িকা। ক্যাপশানে লিখেছেন 'সদর্থক চিন্তাভাবনা'। অন্যদিকে বিমানযাত্রার ছবি ভাগ করে নিয়েছেন যশও। সেখানে তাঁর গায়ে দেখা গিয়েছে সেই পোশাকই যে পোশাকে নুসরতের সঙ্গে তাঁর ছবি রয়েছে বিমানবন্দরে।