সমীরণ পাল, দেগঙ্গা: করোনা-উদ্বেগের মাঝেই এবার দক্ষিণবঙ্গে জ্বরের প্রকোপ। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।


২০১৭-য় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই ব্লকে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তড়িঘড়ি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি বিশ্বনাথপুর হাসপাতালে ম্যাক-এলাইজা মেশিন অর্থাৎ ডেঙ্গি পরীক্ষার মেশিন বসানো হয়। দেগঙ্গার ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছিলেন। 


কিন্তু, গত একমাস ধরে ২০ লক্ষ টাকা দামের যন্ত্র বিকল থাকায়, বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ ডেঙ্গি পরীক্ষা। মুখ্যমন্ত্রী ২০ দেওয়া লক্ষ টাকা দামের মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। 


ফলে, বিশ্বনাথপুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা বন্ধ রয়েছে অর্থাৎ রোগীরা বাইরে থেকে টাকা দিয়ে ডেঙ্গি পরীক্ষা করাচ্ছেন। একদিকে করোনা মহামারীতে মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন সেই সময়ে গত কয়েক সপ্তাহ ধরে দেগঙ্গা ব্লকে অজানা জ্বরের প্রকোপ বেড়েছে। ফলে ছড়িয়েছে আতঙ্ক।


আরও পড়ুন: মাইকে চলছে সতর্কতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড 


এই পরিস্থিতিতে বাইরে থেকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে গিয়ে সমস্যায় পড়েছেন দেগঙ্গার বাসিন্দারা। প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 


দেগঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক ধিমান বন্দ্যোপাধ্যায় জানান, গত একমাস ধরে ম্যাক-এলাইজা মেশিনটি খারাপ হয়ে পড়ে আছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসককে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। 


এবিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি জানান খুব শীঘ্রই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে কথা বলে ডেঙ্গু পরীক্ষা মেশিনটি বিশ্বনাথপুর হাসপাতালে চালু করা যায় সেই ব্যবস্থাই করবেন।


আরও পড়ুন: করোনার পাশাপাশি ভয় ধরাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! আক্রান্ত হচ্ছে শিশুরাও